Photo Credits: Pixabay

Statewise GST collection October 2025: ভারতে অক্টোবরকে বলা হয় উৎসবের মাস। দুর্গাপুজো (নবমী ও দশমী), লক্ষ্মীপুজো, কালীপুজো থেকে দিওয়ালি, নবরাত্রি, গুরু নানক জয়ন্তী। চলতি বছর অক্টোবরে দেশের বড় কিছু উতসবের মরসুম গেল। আর এবারের অক্টোবরে দেশের অর্থ ভাণ্ডারের মূল উৎস জিএসটি-র রাজ্যভিত্তিক হিসাবটা সামনে এল। চলতি বছর অক্টোবরে দেশে মোট ১ লক্ষ ৯৫ হাজার ৯৩৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত বছর অক্টোবরে এই অঙ্কটা ছিল ১ লক্ষ ৮৭ হাজার ৩৪৬ কোটি। বছরের হিসাবে জিএসটি আদায় ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশে মোট জিএসটি মোট সংগ্রহের প্রধান উপাদানসমূহগুলি হল, ১) সিজিএসটি (CGST): ৩৩ হাজার ৮২১ কোটি, ২) এসজিএসটি (SGST): ৪১ হাজার ৮৬৪ কোটি, ৩) আইজিএসটি (IGST): ৯৯ হাজার ১১১ কোটি (এর মধ্যে আমদানি করা পণ্যের উপর কর অন্তর্ভুক্ত), সেস (Cess): ১২ হাজার ৫৫০ কোটি।

জিএসটি আদায় অক্টোবর: 1) মহারাষ্ট্র, 2) কর্ণাটক, 3) তামিলনাড়ু

দিওয়ালি, দীপাবলীর মাসেও দেশের মধ্যে সবথেকে বেশি জিএসটি আদায় হল মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র থেকে এত রাজস্ব আদায়ের পিছনে দেশের বাণিজ্যনগরী মুম্বই, সমুদ্র বন্দর, রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চল, সেখানকার বাসিন্দাদের ক্রয়ক্ষমতা ও নানাবিধ অর্থনৈতিক গতিবিধির অবদান রয়েছে। ছত্রপতি শিবাজীর রাজ্য থেকে অক্টোবরে মোট ৩২ হাজার ২৫ কোটি টাকার জিএসটি আদায় হল। তালিকায় দুই ও তিন নম্বরে আছে দক্ষিণের দুই পাওয়ার হাউস রাজ্য- কর্ণাটক (১৪ হাজার ৩৯৫ কোটি) ও তামিলনাড়ু (১১ হাজার ৫৮৮ কোটি)। কর্ণাটকের উচ্চ জিএসটি আয় এসেছে বেঙ্গালুরুর প্রযুক্তি খাতের উত্থানের ফলে। হরিয়ানার চমকপ্রদ জিএসটি সংগ্রহের নেপথ্যে রয়েছে দিল্লির নিকটবর্তী অবস্থান এবং গুরগাঁওয়ের মতো দ্রুতবর্ধনশীল শিল্প করিডর।

অক্টোবরে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম নম্বরে

উত্তর প্রদেশ (৯ হাজার ৮০৬ কোটি) ও গুজরাটের (৯ হাজার ২৩৩ কোটি) থেকে হরিয়ানা থেকে বেশি জিএসটি আদায় হয়েছে। জিএসটি আদায়ের তালিকায় হরিয়ানা (১০ হাজার ৫৭ কোটি টাকা)। অক্টোবরে জিএসটি আদায়ে পশ্চিমবঙ্গ আছে দেশের মধ্যে আট নম্বরে। বাংলা থেকে অক্টোবরে ৫ হাজার ৫৫৬ কোটি টাকার জিএসটি আদায় হয়েছে। গত মাসের চেয়ে পশ্চিমবঙ্গে জিএসটি সংগ্রহ বেড়েছে। বাংলার ঠিক আগের স্থানে রয়েছে দিল্লি (৮ হাজার ৫৫৬ কোটি টাকা)। এই তালিকায় প্রথম দশে নেই রাজস্থান, অন্ধ্র প্রদেশ, মধ্য প্রদেশের মত রাজ্যগুলি।

অক্টোবর ২০২৫-এ রাজ্যভিত্তিক জিএসটি সংগ্রহ (প্রথম দশ)

১) মহারাষ্ট্র: ৩২,০২৫ কোটি

২) কর্নাটক: ১৪,৩৯৫ কোটি

৩) তামিলনাড়ু: ১১,৫৮৮ কোটি

৪)হরিয়ানা:১০,০৫৭ কোটি

৫) উত্তর প্রদেশ: ৯,৮০৬ কোটি

৬) গুজরাট: ৯,২৩৩ কোটি

৭)দিল্লি:৮,৫৩৮ কোটি

৮) পশ্চিমবঙ্গ:৫,৫৫৬ কোটি

৯) তেলেঙ্গানা:৫,৭২৬ কোটি

১০) ওডিশা: ৪,৮২৪ কোটি