
অমৃতসর, ১৫ মার্চঃ দোলযাত্রার (Holi 2025) পরের দিনই পাঞ্জাবের অমৃতসরে একটি মন্দিরে ঘটল বোমা হামলা। বাইকে চেপে দুই ব্যক্তি এসে মন্দিরের দিকে গ্রেনেড ছুঁড়ে মারে বলে অভিযোগ। ঘটে তীব্র বিস্ফোরণ। শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের।
পুলিশ জানাচ্ছে, অমৃতসরের (Amritsar) খান্ডওয়ালায় একটি মন্দিরে গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছে। রাত সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান মন্দিরের আশেপাশের বাড়ির লোকজন। ভয়ে পেয়ে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় কোন হতাহতের খবর নেই। তবে স্থানীয় এলাকায় মন্দিরের সামনে এমন বিস্ফোরণের ঘটনার জেরে আতঙ্কে স্থানীয়রা। তবে প্রশাসনের তরফে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
কেঁপে উঠল এলাকাঃ
এলাকার সিসিটিভি ক্যামেরায় বোমা হামলার গোটা ঘটনাটি ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে, বাইকে চেপে দুই ব্যক্তি আসে। ঠিক মন্দিরের সামনে দাঁড় করায় বাইকটি। আরোহী নেমে গ্রেনেডটি মন্দিরের দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে বাইক ছুটিয়ে চম্পট দেয় দুই হামলাকারী। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে বিস্ফোরণ। কেঁপে ওঠে গোটা এলাকা। হামলাকারীদের বাইকে একটি পতাকা উড়তে দেখা গিয়েছে।
হামলার সিসিটিভি ফুটেজঃ
I strongly condemn bomb attack on Thakur Dwara temple, Khandwala in Amritsar. AAP government fails to check repeated incidents of blasts in border city. Deteriorating law and order in Punjab is matter of serious concern.@ANI @PTI_News @CNNnews18 pic.twitter.com/caQtjnMCrn
— Ravneet Singh Bittu (@RavneetBittu) March 15, 2025
জানা যাচ্ছে, হামলার সময়ে মন্দিরের মধ্যেই ছিলেন মন্দিরের পুরোহিত। তাঁর কোন চোট লাগেনি। মন্দিরে গ্রেনেড হামলার ঘটনায় অমৃতসরের পুলিশ পাকিস্তানের (Pakistan) সম্ভাব্য যোগসূত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে। পুলিশ কমিশনার গুরপ্রীত ভুল্লার জানান, পাক জঙ্গিরা এই ধরণের দুষ্কৃতী হামলার ঘটনা ঘটিয়ে থাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির আশ্বাসও দিয়েছেন কমিশনার। এই হামলার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে অমৃতসর পুলিশ।