প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পুলিশকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে। জানা গেছে প্যাট্রলিংয়ের সময় হঠাৎই একটি বাইক আরোহী সামনে এসে গুলি চালাতে শুরু করে। পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় উত্তরপ্রদেশ পুলিও। দুজনের গোলাগুলিতে আহত হয় অভিযুক্ত ব্যক্তি।

অভিযুক্তের নাম কেশব কুমার বলে জানা গেছে। ২০২১ সালে সে একটি বন্দুক চুরি করে এবং ওয়ান্টেড লিস্টের তালিকায় ছিল তার নাম। তাকে ধরার জন্য পুরষ্কারও ঘোষণা করে উত্তরপ্রদেশ পুলিশ। তার মাথার দাম দশ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল।আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গ্রেটার নয়ডার অ্যাডিশনাল ডিসিপি অশোক কুমার।