প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লিঃ একের পর এক বিয়ে (Wedding) করেছেন কিন্তু কোনও সম্পর্কই (Relationship)টেকেনি সবশেষে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে, প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন তরুণী একমাত্র পিছুটান ছিল তাঁর সদ্যজাত সন্তান দীর্ঘ পরিকল্পনার পর বাবা-মায়ের কাছে তাকে রেখেই প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন তিনি ভেবেছিলেন বাবা-মা তাঁর সন্তানের দেখভাল করবেনকিন্তু কয়েকদিন পর একমাত্র সন্তানের চরম পরিণতি শুনে শিউড়ে উঠলেন ওই তরুণী নাতনির দেখভাল তো দূর, বিরক্ত হয়ে মাসের নাতনিকে খুন করল দাদু-দিদা ঘটনাটি ঘটেছে, পঞ্জাবের জলন্ধর জেলায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত শিশুর মা তিন তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তৃতীয় বিয়েতেও খুশি ছিলেন না তিনি তাই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান কন্যাসন্তান জন্ম দেওয়ার পরই সেই প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন সেই স্বপ্নপূরণের আশায় সদ্যজাত কন্যাকে বাবা-মায়ের দায়িত্বে রেখে ঘর ছাড়েন এরপরই আসল ঘটনার সূত্রপাত মাকে ছাড়া সারাদিন কান্নাকাটি করত সদ্যজাত শিশুকন্যা তাকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিল দাদু-দিদিমা নাতনির কান্না সহ্য করে পারছিল না তারা রাগের মাথায় নাতনিকে খুন করে বসে বৃদ্ধ দম্পতি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় শিশুর নিথর দেহ খুনের দায়ে বৃদ্ধ দাদু-দিদাকে গ্রেফতার করেছে পুলিশ

সদ্যজাতকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছে মা, কান্নায় বিরক্ত হয়ে শিশুকে খুন দাদু-দিদার