Reuters, Global Times and TRT X Account Ban In India (Photo Credits: X)

Reuters X Block: গত ৩ জুলাই আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স-এর এক্স অ্যাকাউন্ট ব্লক রয়েছে ভারতে। কেন এত নামকরা সংবাদসংস্থার টুইটার অ্যাকাউন্ট থেকে ভারতে দেখা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স হ্যান্ডেল ভারতে খুললে দেখা যাচ্ছিল'আইনি নির্দেশে' এই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে। ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছিল, আন্তর্জাতিক মহলের একাংশ। তবে ভারতে রয়টার্সের ওয়েবসাইট দেখা যাচ্ছিল। রয়টার্সের টুইটার ব্লক নিয়ে অবশেষে সরকারিভাবে বক্তব্য জানাল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রক (Ministry of Electronics and Information Technology)। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হল, "রয়টার্স ও রয়টার্স ওয়ার্ল্ড বা অন্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তেমন কোনো পরিকল্পনাও নেই।"

রয়টার্সের ব্লক তোলার কথা বলে এক্স-এর সঙ্গে যোগাযোগ করে কেন্দ্র সরকার

এরপর কেন্দ্রীয় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের মুখপাত্র আরও জানান, ভারতে ‘এক্স’ (আগে বলা হত টুইটার) প্ল্যাটফর্মে রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ড ব্লক হওয়ার ঠিক পরেই সরকার তৎক্ষণাৎ ‘এক্স’ কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চিঠি লিখেছিল। সরকারের পক্ষ থেকে দাবি করা হল, গত ৫ জুলাই গভীর রাত থেকে ‘এক্স’-এর সঙ্গে নিরন্তর যোগাযোগ ও তৎপরতার মাধ্যমে এই বিষয়ে তাগিদ দিয়ে আসছিল। কিন্তু ‘এক্স’ প্ল্যাটফর্ম প্রক্রিয়াগত জটিলতার অজুহাত দেখিয়ে এই URL-গুলো আনব্লক করতে দেরি করেছে।"এখনও এই বিষয়ে রয়টার্স ও এক্স-এর বক্তব্য জানা যায়নি।

রয়টার্সের ভারতে এক্স অ্যাকাউন্ট ব্লকের দায় তাদের নয়, জানাল কেন্দ্রীয় সরকার

অপারেশন সিঁদুরের পর বিভিন্ন সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্য়ান হয়েছিল

অপারেশন সিঁদুরের ঠিক পরেই ভারত বিরোধী অবস্থানের খবর করায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম, ইউ টিউব ও এক্স প্ল্য়াটফর্মের বেশ কয়েকটি অ্যাকাউন্ট ব্য়ান ও ব্লক করে কেন্দ্রীয় সরকার। ভারতেরও বেশ কয়েকটি ওয়েবসাইট, ইউ টিউব চ্য়ানেল ব্লক করা হয়েছিল।