Petrol-Diesel Price (Representational Image | (Photo Credits: PTI)

দিল্লি, ৩ নভেম্বর: দাম কমছে পেট্রল, ডিজেলের। দীপাবলির মুহূর্তে এমন ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। পেট্রোলে ৫টাকা এবং ডিজেলে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বুধবার মধ্যরাত থেকে পেট্রোল, ডিজেলের নতুন দাম কার্যকরী হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Sara Ali Khan: মন্দিরে কেন? কেদারনাথে গিয়ে কড়া সমালোচনার মুখে সারা আলি খান

বিগত কয়েক মাস ধরে পেট্রেল, ডিজেলের দাম ক্রমাগত উর্দ্ধমুখী। পেট্রোল, ডিজেলের ক্রমাগত দামবৃদ্ধি নিয়ে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। এবার দীপাবলির আগে পেট্রোল, ডিজেলের দাম কমানোর ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে।

 

পেট্রোল, ডিজেলের দাম কমানো হলে তার জেরে রবি মরশুমে সুবিধা পাবেন কৃষকরা। পেট্রোল, ডিজেলের শুল্ক কমানোর পর, এবার তা থেকে রাজ্যগুলি যাতে ভ্যাট কমায়, সেই আবেদন করা হয়েছে কেন্দ্রের তরফে। পেট্রোল,  ডিজেলের দাম কমিয়ে দেশের একাংশের মানুষের রোষানল থেকে এবার কেন্দ্র রেহাই পাবে বলে মনে করেছে রাজনৈতিক মহল।