Coronavirus Outbreak in India (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৯ জুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ রুখতে নয়া গাইড লাইন প্রকাশ করল কেন্দ্র। মূলত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসের কর্মী ও মন্ত্রীদের শরীরে মারণ ভাইরাস (COVID-19) মেলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের তরফে সরকারি কর্মচারীদের এই মর্মে সোশ্যাল ডিস্ট্যান্সিং-সহ বাকি সব নিয়মবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। শুধু কর্মীরাই নন, এই সংক্রমণ রুখতে অফিস কর্তৃপক্ষকেও কেন্দ্রের নতুন গাইড লাইন মেনে সুরক্ষা বলয় নিশ্চিত করতে হবে। আনলক-১ এর অংশ হিসেবে সোমবার থেকেই অফিসের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের হোটেল, রেস্তরাঁ, ধর্মীয় স্থানগুলি জনসাধারণের জন্য খুলে গিয়েছে। মহামারী করোনার সংক্রমণ রুখতে প্রায় আড়াই মাস ধরে দেশজুড়ে লকডাউন চলার পর এই প্রথম হোটেল রেস্তরাঁ খুলল। আরও পড়ুন-Supreme Court: ১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা:

  • শুধুমাত্র উপসর্গহীন সরকারি কর্মী অফিসে আসতে পারবেন। কোনও কর্মীর যদি সর্দিকাশি হয়ে থাকে তবে তাঁকে বাড়িতেই থাকতে হবে।
  • অফিসের পদস্থকর্তা ও কর্মীরা কনটেইনমেন্ট জোনে রয়েছেন তাঁরা অবশ্যই বাড়িতে থাকুন। যতদিন না ওই এলাকা স্বাভাবিক হচ্ছে ততদিন অফিসে আসার প্রয়োজন নেই।
  • একই সঙ্গে ২০ জনের বেশি কর্মীকে অফিসে থাকার অনুমতি নেই। এই ভাবেই অফিসের উপস্থিতির রোস্টার তৈরি করতে হবে। কিছু কর্মী বাড়ি থেকে কাজ করতে পারবেন।
  • অফিসে কাজের সময় সর্বদা মাস্ক ও ফেস শিল্ড পরে থাকতে হবে। যাঁরা গাইড লাইন মানবেন না তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
  • ব্যবহৃত মাস্ক ও গ্লাভস হলুদ রঙের বায়োমেডিক্যাল ওয়েস্ট বিনে ফেলতে হবে। যদি কেউ এই নিয়মনা মেনে সাধারণ ময়লা ফেলরা পাত্রে ব্যবহৃত মাস্ক ফেলেন তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

    • মুখোমুখি বৈঠক ও আলোচনা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। পদস্থ কর্তারা এক্ষেত্রে ভিডিও কনফারেন্স, ইন্টারকম ও ফোনের সহযোগিতা নিতে পারেন।
    • করোনা রুখতে আধ ঘণ্টা অন্তর সব কর্মীকে হাত ধুতে হবে।
    • বিদ্যুতের সুইচ, দরজার কড়া, এলিভেটরে সুইচ, বাথরুমের ফ্ল্যাশ, হ্যান্ড শাওয়ার, বেসিনের কলগুলি এক ঘণ্টা অন্তর স্যানিটাইজ করতে হবে।

     

  • দেশে একদিনে সর্বোচ্চ হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India)। সোমবার সারা দিনে দেশে নতুন করোনা রোগী ৯ হাজার ৯৮৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্ত এখন ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। এই মহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১ লক্ষ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। দেশে কোভিড-১৯ মারা গিয়েছেন সাত হাজার ৪৬৬ জন।