Cyber Attack.jpg (Photo Credit: Pixabay, Representational Image)

নয়াদিল্লিঃ ওটিপি (OTP) কিংবা ব্যাঙ্ক (Bank) সংক্রান্ত নথি চাওয়া এখন অতীত, এবার বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়ে সাইবার প্রতারণা ক্লিক করে আমন্ত্রণপত্র খুলতেই সরকারি কর্মীর (Government Employee)ব্যাঙ্ক থেকে উধাও দু'লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় সাইবার সেলের দ্বারস্থ ওই ব্যক্তি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে

ওই সরকারি কর্মীর অভিযোগ, হোয়াটসঅ্যাপে একটি অজানা নম্বর থেকে একটি মেসেজ আসে তাঁর কাছে আগামী ৩০ অগস্ট একটি বিয়েবাড়িতে আমন্ত্রণ জানিয়ে একটি কার্ড পাঠানো হয় তাতে লেখা, 'বিয়েতে অবশ্যই আসবেন' নীচে একটি ফাইল যোগ করা সেই পিডিএফটি ডাউনলোড করে ফেলেন ওই ব্যক্তি এরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দু'লক্ষ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ এরপরই হিঙ্গোলি থানার সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি শুরু হয় তদন্ত তদন্তকারীরা জানান, পিডিএফের মতো দেখতে ফাইলটি আসলে ছিল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ যার দ্বারা ফোন হ্যাক করতে পারে প্রতারকরা এরপর ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেয় তারা

হোয়াটসঅ্যাপে এসেছিল বিয়ের নিমন্ত্রণ, খুশি হয়ে আমন্ত্রণপত্র খুলতেই ব্যাঙ্ক থেকে উধাও ২ লক্ষ টাকা