নয়াদিল্লিঃ অবৈধভাবে ভারতে বসবাসকারী নাগরিকদের জন্য বিশেষ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার(Central Government)। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এবার তৈরি হতে চলেছে ডিটেনশন সেন্টার(Detention Camps), এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অমিত শাহের দফতরের তরফে। অবৈধভাবে ভারতে বসবাসকারীদের নিজের দেশে পাঠানোর আগে এই ডিটেনশন সেন্টারে রাখা হবে বলে জানা গিয়েছে। কোনও সন্দেহভাজনকে এই সেন্টারে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল। এরপর যদি ওই নাগরিক কোনও প্রমাণ দাখিল করতে না পারেন বা আদালত তাঁকে জামিন না দেয় তাহলে তাঁকে ওই ডিটেনশন সেন্টারে রেখে দেওয়া হবে। সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-র পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ভারতের কোনও পর্বতশৃঙ্গে চড়ার জন্য কেন্দ্রের থেকে অনুমতি নিতে হবে বিদেশিদের। পাশাপাশি গুরুতর অভিযোগে দোষীসাব্যস্ত বিদেশিরা ভারতে ঢোকার অনুমতি পাবেন না।
বহিরাগতদের নিয়ে নয়া পদক্ষেপ, রাজ্যে রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ কেন্দ্রের
#IndiaAtThisHour | + Government directs detention camps for illegal migrants.
+ Centre pushes two-slab GST reform.@SaroyaHem gets you the biggest stories at this hour. pic.twitter.com/RnyCpPsWPZ
— WION (@WIONews) September 3, 2025