নয়াদিল্লিঃ গোরখপুর চিড়িয়াখানায় (Gorakhpur Zoo)নতুন দুই অতিথি। আনা হল এক সিংহ (Lion) এবং সিংহীকে। তাদের নাম 'ভারত' ও 'গৌরী।' উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) উদ্যোগেই গোরখপুরের চিড়িয়াখানায় এল তারা। গত মে মাসে ইটাওয়া লায়ন সাফারি থেকে পাঁচ বছরের সিংহ 'ভারত' এবং সাত বছর বয়সী সিংহী 'গৌরী'কে আনা হয়েছিল। কিছুদিন তাদের লালনপালনের পর অবশেষে তাদের চিড়িয়াখানায় রেখে আসা হল। আদিত্যনাথ তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেল লিখেছেন, "আজ (১৫ জুন) গোরখপুরের গর্ব শহীদ আশফাক উল্লাহ খান প্রাণী উদ্যানের জন্য একটি ঐতিহাসিক দিন। এখানে একটি সিংহ এবং একটি সিংহীর আগমনে চিড়িয়াখানাটি সমৃদ্ধ হয়ে উঠেছে। আজ আমরা এখানে 'হরিশঙ্করী' চারা রোপণেরও একটি বিশেষ সুযোগও পেয়েছি।"আদিত্যনাথ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "আজ (১৫ জুন) গোরখপুরের গর্ব শহীদ আশফাক উল্লাহ খান প্রাণী উদ্যানের জন্য একটি ঐতিহাসিক দিন। এখানে একটি সিংহ এবং একটি সিংহীর আগমনে চিড়িয়াখানাটি সমৃদ্ধ হয়ে উঠেছে। আজ আমরা এখানে 'হরিশঙ্করী' চারা রোপণেরও একটি বিশেষ সুযোগও পেয়েছি।" তিনি আরও যোগ করেন,"সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রচারে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জেলার জনগণকে আন্তরিক অভিনন্দন!" এদিন গোটা চিড়িয়াখানা ঘুরে দেখেন যোগী। পশুপাখিদের নিজের হাতে খাওয়ান। চিড়িয়াখানার আর কী ধরনের পরিকাঠামো দরকার তা নিয়েও আলোচনা করেন।
দেখুন ভিডিয়ো
गोरखपुर के गौरव, शहीद अशफाक उल्ला खां प्राणि उद्यान के लिए आज का दिन ऐतिहासिक है। यहां शेर और शेरनी के आगमन से प्राणि उद्यान समृद्ध हुआ है। आज यहां 'हरिशंकरी' के पौधरोपण का भी विशेष अवसर मिला।
पर्यावरण और जैव विविधता के संरक्षण-संवर्धन के लिए डबल इंजन की सरकार पूर्ण प्रतिबद्ध… pic.twitter.com/nBYJqnK3NH
— Yogi Adityanath (@myogiadityanath) June 15, 2024