Elderly Parents (Photo Credit: Pixabay)

দিল্লি, ২৫ জুলাই: বাবা, মায়ের দেখভালের জন্য ছুটি নিতে পারবেন। এবার কর্মীদের (Central Govt Employees) জন্য এমনই সুখবর দিল কেন্দ্রীয় সরকার। রিপোর্টে প্রকাশ কেন্দ্রীয় সরকারের কর্মীরা এবার থেকে বৃদ্ধ বাবা, মায়ের ( ) দেখভালের জন্য ৩০ দিন করে ছুটি নিতে পারবেন। গোটা বছর জুড়ে যে ছুটিগুলি কেন্দ্রীয় সরকারের কর্মীরা নেন, সেই তালিকায় নতুন করে সংযুক্ত হল নতুন এই অধ্যায়। যেখানে জানানো হয়েছে, এবার থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীরা বৃদ্ধ বাবা, মায়ের দেখভালের জন্য বছরে ৩০ দিন করে ছুটি নিতে পারবেন।

সেন্ট্রাল সিভিল সার্ভিস নীতি অনুযায়ী, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ব্যক্তিগত কারণে বছরে ৩০ দিনের অর্জিত ছুটি (Central Govt)  অর্থাৎ আর্ডনড লিভ নিতে পারেন। সেই সঙ্গে তাঁরা ২০ দিনের হাফ পে লিভ, ৮ দিনের ক্যাজ়ুয়াল লিভ এবং ২ দিনের রেস্ট্রিক্টেড লিভ নিতে পারেন।
 এই হাফ পে লিভ,  ক্যাজ়ুয়াল লিভ এবং রেস্ট্রিক্টেড লিভগুলিতে তাঁরা বৃদ্ধ বাবা,মায়ের দেখভালের ছুটি হিসেবে ব্যবহার করতে পারেন। ফলে বছরে ৩০টি করে ছুটি এবার থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা নিজেদের বৃদ্ধ বাবা,মায়ের দেখাশোনার জন্য নিতে পারেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের ছুটির প্রসঙ্গে বৃদ্ধ বাবা,মায়ের জন্য ছুটির প্রসঙ্গে এই ঘোষণা করেন মন্ত্রী জিতেন্দ্র সিং।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারিরা কোন কোন ছুটি পান দেখুন সেই তালিকা 

আর্ডনড লিভ
হাফ পে লিভ
কমিউটেড লিভ
লিভ নট ডিউ
এক্সট্রাঅর্ডিনারি লিভ
মেটারনিটি এবং পেটারনিটি লিভ
চাইল্ড কেয়ার লিভ
স্পেশাল ডিলএবিলিটি লিভ
সিয়ামেন সিক লিভ
হসপিটাল লিভ
ডিপার্টমেন্টাল লিভ