চেন্নাই, ৯ ফেব্রুয়ারি: ভারতের ফার্মা জায়ান্ট গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ( Glenmark Pharmaceuticals Limited) এবং কানাডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্যানোটাইজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্প (SaNOtize Research & Development Corp) প্রাপ্তবয়স্ক কোভিড রোগীদের চিকিৎসার জন্য অনুনাসিক স্প্রে (Nasal Spray) আনার কথা ঘোষণা করেছে। গ্লেনমার্ক জানিয়েছে, নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে (NONS) ভারতে ফ্যাবিস্প্রে (FabiSpray) ব্র্যান্ডের অধীনে কোভিডে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের (Covid-19 Patients) চিকিৎসার জন্য বিক্রি করা হবে।
অনুনাসিক স্প্রেটি উপরের শ্বাসনালীতে করোনাভাইরাসকে মেরে ফেলার জন্য তৈরি করা হয়েছে। যখন এই অনুনাসিক শ্লেষ্মায় স্প্রে করা হয়, এটি ভাইরাসের বিরুদ্ধে একটি শারীরিক এবং রাসায়নিক বাধা হিসাবে কাজ করে। এটি ভাইরাসকে ফুসফুসে প্রবেশ করা এবং ছড়িয়ে পড়তে বাধা দেয়। আরও পড়ুন: Kerala Trekker Rescued By Army: ১২৭ ঘন্টা পর্বতের খাড়ায় আটকে থাকা যুবককে উদ্ধার করল সেনা, দেখুন সেই ভিডিও
ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, নেপাল, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা-সহ বিশ্বের নানা দেশে এই স্প্রে বাজারজাত করার জন্য ২০২১ সালের জুলাই মাসে কানাডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্যানোটাইজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে গ্লেনমার্ক।