ধূমপান সম্পর্কে বক্তব্য রাখছেন প্রিয়াঙ্কা দাস (Photo Credits: ANI)

ভোপাল: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) যুব সমাজের (Youth) মধ্যে ধূমপানের (smoking) নেশা কীভাবে বাড়ছে তার প্রমাণ পাওয়া সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে। জানা গেল, ভারতের এই রাজ্যে ছেলেদের থেকেও কম বয়সে সিগারেট (cigarettes) টানতে শিখে যায় মেয়েরা (girls)। রিপোর্টটির কথা প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে অনেকের।

ওই গ্লোবাল ইউথ টোবাকো সার্ভে রিপোর্ট (Global Youth Tobacco Survey reports) অনুযায়ী, মধ্যপ্রদেশে গড়পড়তা সাত বছর বয়সেই সিগারেট টানতে শিখে যায় মেয়েরা। আর ছেলেরা শেখে সাড়ে এগারো বছর বয়সে। শনিবার ভোপালের (Bhopal) হোটেল তাজে (Hotel Taj) 'উমঙ্গ স্কুল হেল্থ অ্যান্ড ওয়েলনেস' (Umang School Health and Wellness) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্যগুলি দেন জাতীয় স্বাস্থ্য মিশনের (National Health Mission) অধিকর্তা (Director) প্রিয়াঙ্কা দাস। আর গ্লোবাল ইউথ টোবাকো সার্ভে রিপোর্টটি সেখানে প্রকাশ করেন মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) ডা: প্রভুরাম চৌধুরী।

ওই রিপোর্ট থেকে জানা গেছে, মধ্যপ্রদেশের মেয়েরাই সিগারেট টানতে শেখার বিষয়ে দেশের অন্য রাজ্যগুলির থেকে এগিয়ে আছে। কারণ ভারতের মেয়েদের সিগারেট টানতে শেখার গড় বয়স হল ৯ বছর তিন মাস। আর ছেলেদের গড় বয়স ১০ বছর ৪ মাস। মধ্যপ্রদেশে ছেলে ও মেয়েরা যুগ্মভাবে যেখানে গড়পড়তা সাড়ে আট বছর থেকে সিগারেট টানতে শেখে, সেখানে দেশের গড় বয়স হল সাড়ে ১১ বছর।

সিগারেট টানতে শেখা মেয়েদের মধ্যে মাত্র ২.১০ শতাংশ ও ছেলেদের মধ্যে মাত্র ২.৪০ শতাংশ মধ্যপ্রদেশে দোকান থেকে সিগারেট কেনে। রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে মেয়েদের থেকে বিড়ি খাওয়ার বিষয়ে এগিয়ে আছে ছেলেরা। তারা যেখানে ২.৩০ শতাংশ বিড়ি খায় মেয়েরা সেখানে খায় এক শতাংশ। আর গোটা রাজ্যে যে কোনও উপায়ে তামাক খায় ৪.৪০ শতাংশ ছেলে আর ৩.৫০ শতাংশ। এদের বয়স মোটামুটি ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। দেশের ৩৫টি রাজ্যের মধ্যে তামাক কেনার ক্ষেত্রে মধ্যপ্রদেশের স্থান হল ২৯তম।