প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

নয়াদিল্লিঃ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, ১৭ বছরের নাবালিকাকে(Minor) জ্যান্ত পুড়িয়ে মারল যুবক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)নান্দিয়ালাতে(Nandyal )। এই গ্রামেই মামাবাড়িতে থাকত ওই নাবালিকা। বিগত ৩ বছর ধরে ওই নাবালিকাকে বিরক্ত করত অভিযুক্ত রাঘবেন্দ্র। বয়স ২১। বারেবারে তার প্রস্তাব ফেরায় একাদশ শ্রেণীর ওই ছাত্রী। আর তাতেই আত্মসম্মানে লাগে রাঘবেন্দ্রর। রাগের বশে ঘরের মধ্যে ঢুকে নাবালিকার গায়ে আগুন লাগিয়ে দেয় সে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে নাবালিকার গোটা শরীর। শব্দ শুনে ছুটে আসেন নাবালিকার দিদিমা। ততক্ষণে সব শেষ। আগুনে খানিকটা পুড়ে যায় রাঘাবেন্দ্রও। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের গৃহমন্ত্রী অনিতা। এই ধরনের ঘটনা মেন নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে এই ধরনের ঘটনা যাতে না আর না ঘটে তার জন্য রাজ্যে কাউন্সেলিং সেশন চালু করার পরিকল্পনা করছেন তিনি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, ১৭ বছরের নাবালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারল যুবক