Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ সরকারি হোমে(Homes) নৃশংসতার শিকার আড়াই বছরের শিশুকন্যা(Girl Child)। ঘটনাটি ঘটেছে কেরলের(Kerala) একটি সরকারি হোমে। শিশুকন্যার গোপনাঙ্গে(Private Parts) একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। মেডিক্যাল পরীক্ষায় সারা দেহে নখের আঁচরের প্রমাণও মেলে। জানা গিয়েছে, ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলেছিল শিশুটি। তার স্বাস্তি স্বরূপ নাকি এই অত্যাচার বলে দাবি অভিযুক্তদের। বিষয়টি জানাজানি হতে গ্রেফতার করা হয় হোমের তিনজনকে। এ ছাড়া ডিউটিতে থাকা সমস্ত কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তার শারীরিক অবস্থায় অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। এরপর শারীরিক পরীক্ষায় ধরা পড়ে সবটা। চিকিৎসক এবং পুলিশের অনুমান প্রায় এক সপ্তাহ আগে এই ঘটনাটি ঘটানো হয়েছে। শিশু সুরক্ষা কমিটির প্রধান জানান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই শিশুর বাবা-মায়ের। তারপর থেকে এই হোমেই রয়েছে নির্যাতিতা শিশু এবং তার বোন। এই ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

 গোপনাঙ্গে আঘাত, সারা শরীরে আঁচরের দাগ, সরকারি হোমে নৃশংসতার শিকার শিশু