ঝাঁসি: ভূতের (Ghost) উৎপাতে অতিষ্ট হয়ে হোস্টেল ছেড়ে পালালেন ৬৩ জন ছাত্রী! বিষয়টি শুনে অবাক লাগলেও এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের (UP) ঝাঁসিতে (Jhansi) অবস্থিত বীরাঙ্গনা ঝালকারি বাঈ গর্ভনমেন্ট গার্লস পলিটেকনিক কলেজে (Veerangna Jhalkari Bai Government Girls Polytechnic College) । বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকাতেও।
হোস্টেল থেকে চলে যাওয়া ছাত্রীদের দাবি, তাঁরা হোস্টেলের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ছায়া (shadows) দেখতে পান, ছাদের উপর দিয়ে কারও দৌড়ে যাওয়ার আওয়াজ শোনা যায় কখনও কখনও। কেউ কেউ আবার ঘরের জানলা আচমকা খুলে যেতে বা বন্ধ হতে দেখেছেন। বুধবার সন্ধেবেলায় তো আবার অদ্ভূতভাবে কারেন্ট অফ-অন হচ্ছিল। এরপরই ৬৩ জন ছাত্রী মিলে প্রিন্সিপাল জি এস যাদবকে এই বিষয়ে একটি অভিযোগপত্র জমা দেয়। তাতে উল্লেখ করা হয়েছে, বাড়ির লোকেদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার পরেই একমাত্র তাঁরা হোস্টেলে ফেরত আসবেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রিন্সিপাল জি এস যাদব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর কথায়, হতে পারে স্থানীয় কিছু যুবক হোস্টেলে ঢুকে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আসলে হোস্টেল ক্যাম্পাসে কোনও রকম নিরাপত্তার ব্যবস্থা নেই। নেই কোনও সিসিটিভি ক্যামেরাও। ফলে আমরা খুব আতঙ্কিত হয়ে হোস্টেল ছাড়তে বাধ্য হয়েছি।