তুরষ্কে ভয়াবহ ভূমিকম্পে পাশে থাকার জন্য ভারত থেকে পাঠানো হয়েছিল এনডিআরএফ টিম। এবার সেই দল ভারতের মাটিতে পা দিল শুক্রবার।‘অপারেশন দোস্ত’ নামের এই অভিযানে তুরষ্কে পাঠানো হয়েছিল এনডিআরএফের একটি দলকে। সঙ্গে পাঠানো হয়েছিল বেশ কিছু স্নিফার ডগও। ১০ দিন ধরে তারা তুরষ্কে ভূমিকম্পের আটকে থাকা মানুষদের ধ্বংসস্তুপ থেকে বের করতে সাহায্য করছিলেন।এদিন উত্তরপ্রদেশের হিন্দন এয়ারবেসে অবতরন করে তারা। আরও ৫৪ জন রওনা দিয়েছেন তুরস্ক থেকে।তারাও পৌছে যাবেন খুব শীঘ্রই।
এনডিআরএফের সাব ইন্সপেক্টর শিবানি আগরওয়াল জানান, ‘আমাদের দলের সবাই ফিরে এসেছেন। এর মধ্যে ৫ জন মহিলাও ছিলেন।ভূমিকম্পে তুরষ্কের অবস্থা খুবই খারাপ এবং আমরা একটি দল হিসেবে উদ্ধারকার্যে কাজ করেছি এবং মানসিকভাবে ভেঙে পড়া মানুষদের সহানুভূতি ও সাহায্য করেছি’।
ভারতীয় সেনাবাহিনীর C17 ফ্লাইটে করে ৫০ জনেরও বেশি এনডিআরএফ দলকে পাঠানো হয়। সঙ্গে পাঠানো হয় অত্যাধুনিক যন্ত্রপাতিও।তবে এই উদ্ধাকার্যে নজর কেড়েছে ভারত থেকে পাঠানো স্নিফার ডগ। তুরষ্কে পৌছেই ৬ বছরের একটি মেয়েকে উদ্ধার করে এনডিআরএফ এবং তুরষ্ক সেনা। যার কতৃত্ব অনেকটাই স্নিফার ডগ রোমিও এবং জুলি-র।
তুর্কি এবং উত্তর পশ্চিম সিরিয়াতে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৪১ হাজারেরও বেশি মানুষ।উদ্ধারকার্য এখনও অব্যাহত সেদেশে।
Hindon,Ghaziabad,UP| The 47-member NDRF team, along with the dog squad members Rambo & Honey, returned to India after conducting a 10-day long rescue operation from Earthquake-hit Turkey pic.twitter.com/2oJxixsxGS
— ANI (@ANI) February 17, 2023