গাজিয়াবাদ, ১৯ জানুয়ারিঃ তিনতলা আবাসনে বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল চার আবাসিকের। রবিবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের (Ghaziabad) লোনি এলাকার কাঞ্চন পার্কে একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। বাড়ির ভিতরেই আটকে পড়েন মা এবং তিন শিশু সহ আরও দুই সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু আগুনের লেলিহান শিখা এতই সাংঘাতিক ছিল যে বাড়ির ভিতরে প্রবেশ করে আটকে পড়া আবাসিকদের বের করে আনতে বাধা পান দমকলকর্মীরা।
এক দমকল আধিকারিক জানাচ্ছেন, সকাল ৭টার দিকে তাঁদের কাছে আবাসনে আগুন লাগার খবর আসে। দমকল বাহিনী যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছে ততক্ষণে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বাড়ির তিনটি তলাতেই আগুন ছড়িয়ে পড়েছে। আশেপাশের বাড়িগুলো থেকে ওই আবাসনের ভিতর প্রবেশ করে দমকলকর্মীরা। বাড়ির ভিতর থেকে মোট ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁর মধ্যে চারজন ঝলসে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা (৩২), এবং ৪, ৫ ও ৭ বছরের তিন শিশু। পরিবারের অন্য দুই সদস্যকে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে।
চোখের সামনেই আগুনে ঝলসে মৃত্যুঃ
📍Ghaziabad | #Watch: A fire broke out in a 3-storey house in Kanchan Park, Loni. Eight people were trapped on the top floor, and four have been rescued. The condition of a woman and three children is reported to be critical.#Ghaziabad pic.twitter.com/Nms2ZDCpLU
— NDTV (@ndtv) January 19, 2025
তবে আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা দমকল বাহিনীর কাছে। তবে তাঁদের অনুমান, দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলেই আশঙ্কা করা হচ্ছে।