গাজ়িয়াবাদ আদালতে ধুন্ধুমার (ছবিঃX@NDTV)

নয়াদিল্লিঃ জামিনের আবেদন নিয়ে বচসার সূত্রপাত। বিবাদ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তপ্রদেশের (Uttar Pradesh)গাজ়িয়াবাদের(Ghaziabad) আদলত। মঙ্গলবার একটি মামলায় জামিনের আবেদন নিয়ে বিচারক(Judges) এবং আইনজীবী(Lawyers) দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে। ক্রমে তা হাতাহাতিতে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ(Police)। অভিযোগ, এদিন বিচারকদের ঘিরে রাখা হয়। শুধু তাই নয়, বিচারককে ঘিরে ধরে মারমুখী হয়ে ওঠেন আইনজীবীরা এমনটাও অভিযোগ রয়েছে। ভাঙচুর করা হয় চেম্বার। পরবর্তীতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আধাসেনা নামাতে হয়। কোনওরকমে আইনজীবীদের হাত থেকে বিচারকদের রক্ষা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপরই আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবীদের একাংশ। স্থানীয় সূত্রে খবর, এই ধস্তাধস্তিতে বেশ কয়েক জন আইনজীবী আহত হয়েছেন। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দ করেছে বার অ্যাসেসিয়েশন।

জামিন নিয়ে বচসা, আদালতে বিচারকের সঙ্গে হাতাহাতি আইনজীবীদের, দেখুন ভিডিয়ো