২ দিনের ভারত সফরে এলেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ (Olaf Scholz)। এদিন উচ্চ পার্যায়ের আধিকারিক এবং ব্যবসায়িকদের সঙ্গে নিয়ে দিল্লিতে পদার্পন করে তিনি। বিমানবন্দরে অবতরনের পর সেখান থেকে তিনি যান রাষ্ট্রপতি ভবনে । সেখানে রাষ্ট্রপতি ভবনের তরফে তাঁকে সম্মান জানানো হয়।দেখা করেন রাষ্ট্রপতি দৌপদী মূর্মূ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে। ২৬ তারিখে তিনি বেঙ্গালুরু যাবেন বলে জানা গেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফে।
ভারত ও জার্মানির মধ্যে অর্থনৈতিক যোগাযোগ খুব দৃঢ। ইউরোপিয়ান ইউনিয়নে জার্মানি ভারতের সবথেকে বড় ব্যাবসায়িক অংশীদার।এছাড়া ভারতবর্ষে অন্যতম সব থেকে বড় সরাসরি বিনিয়োগকারী দেশগুলির মধ্যে অন্যতম দেশ জার্মানি।
ওলাফের ভারত সফরের মধ্যে দিয়ে দু দেশের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি, অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে উন্নতির বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
German Chancellor Olaf Scholz arrives in India for two-day visit
Read @ANI Story | https://t.co/MwsVbwLyRR#GermanChancellor #OlafScholz #India #PMNarendraModi #PMModi #Germany pic.twitter.com/5a41MiyGYw
— ANI Digital (@ani_digital) February 25, 2023
#WATCH | We already have good relations b/w Germany and India and I hope that we will strengthen this relationship. I hope we will discuss intensely about all the topics relevant to the development of our countries and also the peace in the world: German Chancellor Olaf Scholz pic.twitter.com/IOtWGvuYYJ
— ANI (@ANI) February 25, 2023
#WATCH | Delhi: German Chancellor Olaf Scholz attends ceremonial reception at Rashtrapati Bhavan.
Chancellor Scholz met Prime Minister Narendra Modi and other ministers during the event. pic.twitter.com/5xNYxdRNZv
— ANI (@ANI) February 25, 2023