loudspeakers (Photo Credit: latestlly)

নয়ডা, ২০ এপ্রিল:  ধর্মীয়স্থানে কোনও লাউডস্পিকার (Loudspeaker) বাজানো যাবে না। এই নির্দেশ অমান্য করার অভিযোগে এবার গৌতমবুদ্ধ নগরে (Gautam Buddh Nagar) মন্দির, মসজিদ মিলিয়ে ৯০০ নোটিশ ধরানো হল বিভিন্ন ধর্মীয়স্থানকে। ধর্মীয়স্থানে লাউডস্পিকার বাজানোর অভিযোগে ৬০২টি মন্দির, ২৬৫ মসজিদ-সব একাধিক ধর্মীয়স্থানের কমিটিকে নোটিশ ধরানো হয়েছে।

হাইকোর্টের (High Court) নির্দেশ অনুযায়ী যে কোনও মন্দির, মসজিদ বা ধর্মীয়স্থানে লাউডস্পিকার বাজানো যাবে না। হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি কেউ লাউডস্পিকার বাজায়, তাহলে সেই ব্যক্তি বা সংশ্লিষ্ট সংগঠনের  বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Nusrat Jahan-Yash Dasgupta: রিয়েলিটি শোয়ের মঞ্চে ভালবাসা উপচে পড়ল নুসরত-যশের, দেখুন

সম্প্রতি উত্তরপ্রদেশে দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে জানানো হয়, রাত ১০টার পর এবং ভোর ৬টার আগে কোনও ধরনের মাইক বা লাউডস্পিকার বাজানো যাবে না। শুধু তাই নয়, কোনও অনুষ্ঠানে লাউডস্পিকার ব্যবহার করলে, তা যেন নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে থাকে, সে বিষয়েও জারি করা হয় নির্দেশ।