Gautam Adani: এক ধাক্কায় অনেকটা ক্ষতি, বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় সেরা ১০-এর বাইরে গৌতম আদানি 
Gautam Adani (Photo Credits: Twitter)

চলতি বছরে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা জোটার কথা ছিল আদানি গ্রুপের কর্ণধর গৌতম আদানির (Gautam Adani)। কিন্তু ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি তো এখন দূর হস্ত। বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ১০ থেকেই ছিটকে গেলেন আদানি।

গত বছর ফোর্বসের (Forbes) রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় চতুর্থ স্থানে নাম ছিল আদানি গ্রুপ্রের কর্ণধর গৌতম আদানির। তবে নতুন বছরের শুরুতেই ব্যবসায় সাংঘাতিক মন্দার মুখোমুখি আদানি (Gautam Adani)। মাত্র দু দিনে ৩ লক্ষ কোটি টাকা খুইয়ে চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে নেমে এসেছিলেন তিনি। তবে এবার আরও দুরাবস্থা গৌতম আদানির। সেরা ১০ থেকেই ছিটকে গেলেন তিনি।

আরও পড়ুনঃ  ব্যবসায় ফাঁড়া! বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় চতুর্থ স্থান খোয়ালেন গৌতম আদানি, কত নম্বরে ঠাঁই হল?  

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের রিপোর্ট অনুযায়ী, ব্যবসায় চরম ক্ষতির মুখোমুখি হওয়ার পর নতুন বছরে গৌতম আদানি (Gautam Adani) চতুর্থ স্থান থেকে সোজা গিতে পড়েছেন একাদশ স্থানে। এক ধাক্কায় বিশ্বের সেরা ধনী ব্যক্তির তালিকায় প্রথম ১০ থেকেই ছিটকে গেলেন তিনি। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে।