Madhya Pradesh CM Shivraj Singh Chouhan (Photo Credit: ANI/ X)

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মধ্যপ্রদেশ সরকার ভর্তুকিতে বিদ্যুৎ বিল ও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, বর্ধিত বিল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ৩১ আগস্ট পর্যন্ত সারচার্জ বিল স্থগিত করা হবে। সেপ্টেম্বরে বিদ্যুতের বিল শূন্য হবে আর শ্রাবণ মাসের সিলিন্ডারের টাকা ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। মহিলাদের জন্য রাখি উপহার হিসাবে ৪৫০ টাকা দামের গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। যে মহিলারা গ্যাস রিফিল করবেন, তাঁদের আধার লিঙ্কড অ্যাকাউন্টে ৫০০ টাকা দেওয়া হবে। সেই সঙ্গে সেই সব মহিলাদের ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, যাঁরা উজ্জ্বলা গ্যাস সংযোগের সুবিধাভোগী। মন্ত্রিসভার বৈঠকে আরও অনেক জনবান্ধব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। Ram Mandir Inauguration Date: আগামী বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত সব বিদ্যুৎ বিল স্থগিত করা হবে। আশা কর্মীদের জন্য প্রণোদনার পরিমাণ ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করেছে সরকার।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এই পরিমাণও প্রতি বছর ১০০০ টাকা করে বাড়ানো হবে। এর সঙ্গে আশা সুপারভাইজারদের প্রণোদনার পরিমাণ ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে এবং মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।

আরবান আশা সুপারভাইজারদের অবসরে দেওয়া অর্থের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করেছে মন্ত্রিসভা। মধ্যপ্রদেশ সরকার ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত জেলা, বিভাগ এবং রাজ্যস্তরে যুবদের জন্য বড় মাপের ক্রীড়ার আয়োজন করবে। মেধাবী বিদ্যার্থী যোজনার বার্ষিক আয়ের সীমা ৬,০০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০,০০০ টাকা করা হয়েছে।