মুম্বই, ৭ সেপ্টেম্বরঃ মহারাষ্ট্রের সব চেয়ে বড় উৎসব হল গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024)। গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বই সহ মহারাষ্ট্রের এক (Maharashtra) পাল্টে যাওয়া রূপ ধরা পড়ে। আজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে গণেশ চতুর্থীর উৎসব। ১০ দিনব্যাপী চলবে উৎসব এবং জারি থাকবে ভক্ত সমাগম।
সাধারণ মানুষ থেকে তারকা- সকলেই এই উৎসবের আনন্দে শামিল হন। মুম্বইয়ের লালবাগচা মন্দিরে (Lalbaugcha Raja) বাপ্পার পুজো বহুল চর্চিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গণেশ চতুর্থীর সময়ে লালবাগচা রাজার দর্শন নিতে আসেন ভক্তরা। শনিবার সকাল সকাল গণপতির আরতি দিয়ে শুরু হল গণেশ চতুর্থীর শুভ উৎসব। ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবার লালবাগচা মন্দির কমিটির সঙ্গে যুক্ত। গত ১৫ বছর ধরে গণেশ চতুর্থী উপলক্ষে মন্দিরে বিপুল অর্থ দান করে আম্বানি পরিবার। শুধু তাই নয়, লালবাগচা মন্দিরের গণেশ পুজোর বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির (Anant Ambani)। বিসর্জনের সময়েও প্রতি বছর উপস্থিত থাকেন তিনি।
শুরু হয়েছে লালবাগচা রাজার মন্দিরে পুজো...
#WATCH | Maharashtra: Devotees throng and offer prayers at Lalbaugcha Raja in Mumbai on the occasion of #GaneshChaturthi pic.twitter.com/ri7OZAQBf0
— ANI (@ANI) September 7, 2024
জানা যাচ্ছে, এই বছর গণেশ চতুর্থী উপলক্ষ্যে লালবাগচা রাজাকে সোনার মুকুট দান করেছেন অনন্ত। যার ওজন ২০ কেজি বলে জানা যাচ্ছে। ওই মুকুটের দাম নাকি ১৫ কোটি টাকা। যা তৈরি করতে কারিগরদের ২ মাস সময় লেগেছে। ২০ কেজি ওজনের সেই মুকুট পরিয়েই শুরু হয়েছে লালবাগচা রাজার পুজো।