Blast Representative Photo (Photo Credits: ANI)

শুক্রবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাকার্তা (Jakarta)। স্কুলের মধ্যে অবস্থিত একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আহত কমপক্ষে ৫৪ জন। শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ কেলাপা গ্যাডিং এলাকার এক স্কুল কমপ্লেক্সের মধ্যে ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন শিক্ষক, শিক্ষাকর্মী সহ পড়ুয়ারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। দমকলের চেষ্টায় বিস্ফোরণের কারণে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও এই ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। তবে আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

নমাজ পড়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে

জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে নামাজ পড়ার সময়ই বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় স্কুলের পড়ুয়ারা অনেক পরিমাণেই ছিল, সেই কারণে আহতদের মধ্যে বেশিরভাগই নাবালক। এদের মধ্যে কারোর দেহের একাংশ ঝলসে গেছে, কারোর আবার অঙ্গহানিও হয়েছে বলে খবর। যদিও এই হামলা কোনও জঙ্গি সংগঠন করেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এমনকী কোনও সংগঠন এর দায় শিকারও করেনি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে মসজিদ চত্বর। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করতে শুরু করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরাও। যদিও এই হামলার সঙ্গে যুক্ত কোনও সন্দেহভাজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।