Prashant Kanojia: রাম মন্দির ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে আপত্তিকর পোস্ট, রাজধানীতে গ্রেপ্তার ফ্রিল্যান্স সাংবাদিক
প্রশান্ত কানোজিয়া(Photo Credit: Facebook)

দিল্লি/ লখনউ, ১৮ আগস্ট: অযোধ্যার রাম মন্দির ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগে ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে (Prashant Kanojia) গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে তাঁর দিল্লির বাসভবন থেকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের পুলিশ। ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছেন ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়া। লখনউয়ের হজরতগঞ্জ থানায় সাংবাদিকের ফেসবুক পোস্টের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। হজরত গঞ্জ থানাটি লখনউ পুলিশ কমিশনারের অধীনে হওয়ায় অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দেরি করেনি পুলিশ। এফআইআর থেকে জানা গিয়েছে, গত ১৬ আগস্ট প্রশান্ত কানোজিয়া রাম মন্দির ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে একটি টুইট করেছেন, যা দেশের শান্তি নষ্ট করার পক্ষে যথেষ্ট।

রামনাথ কোবিন্দ ও রাম মন্দিরকে নিয়ে প্রশান্ত কানোজিয়ার উত্তেজক টুইট 

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়া। তাই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-র এ, ১৫৩-র বি, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৬৯, ৫০০, ৫০৫-এর ১ এর বি, ৫০৫-এর ২ ও ৬৬ ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার প্রশান্ত কানোজিয়ার ইন্ধনমূলক টুইটার পোস্টের বিরুদ্ধে হজরতগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন দীণেষ কুমার শুক্লা। ওই সাংবাদিকের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে রায়ট বাধানোর চেষ্টার অভিযোগও দায়ের করেছে পুলিশ। আরও পড়ুন-Donald Trump: বিমানের কান ঘেঁষে ড্রোনের ওড়াউড়ি, ভাগ্যক্রমে দুর্ঘটনা এড়ালেন ডোনাল্ড ট্রাম্প

তবে এই প্রথম নয় আলটপকা মন্তব্য করায় আগেও পুলিশের খাতায় নাম উঠেছে প্রশান্ত কানোজিয়ার। এই সাংবাদিক গত ২০১৯-এর ৮ জুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও আপত্তিকর পোস্ট করেছিলেন। এই পোস্টের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রায় একমাস পরে গতবছর ১৯ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পান ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়া।