প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

ইম্ফল: মণিপুরের (Manipur) হিংসা শুধু দুই নারীকে নগ্ন করে প্যারেড করায়নি। জানা গেল দেশের স্বাধীনতা অর্জনে লড়াইয়ে অংশ নেওয়া আজাদ হিন্দ ফৌজের (INA) এক সদস্যের বৃদ্ধা স্ত্রীকেও পুড়িয়ে মেরেছে (Burnt Alive) উন্মত্ত স্বশস্ত্র জনতা (Armed Group)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মণিপুরের (Manipur ) কাকচিং (Kakching) জেলায়। সম্প্রতি সেরউ পুলিশ স্টেশনে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে।

দায়ের হওয়া এফআইআরে উল্লেখ করা হয়েছে, গত ২৮ মে সেরউ গ্রামের বাসিন্দা মৈটেই সম্প্রদায়ের (Meitei community) এস ইবেটোম্বিবি মাইবি (S Ibetombi Maibi) নিজের বাড়িতেই ছিলেন। সেসময় আচমকা তার বাড়িতে হামলা চালায় স্বশস্ত্র একদল দুষ্কৃতী। তার বাড়ি তালাবন্দি করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এর ফলে জীবন্ত দ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ইবেটোম্বিবি মাইবি-র।

৮০ বছরের ইবেটোম্বিবি মাইবি স্বাধীনতা সংগ্রামী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) তৈরি আজাদ হিন্দ ফৌজের (INA) সদস্য এস চূড়াচাঁদ সিং (S  Churachand Singh)-এর স্ত্রী। কয়েক বছর আগে চূড়াচাঁদ মারা যান। তাঁকে সম্মান জানিয়ে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং ১৯৯৭ সালে নেতাজি পুরস্কার দেয় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।

রাজধানী ইম্ফল থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত সেরউ গ্রামের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িতে যখন পুলিশ গিয়ে পৌঁছয়। তখন সেখানে ওই বৃদ্ধার পোড়া হার, আধপোড়া ছবি, চূডাচাঁদ সিংয়ের মেডেল ও স্মারক, দামী জিনিসপত্র ও গুলির গর্ত দেখতে পায়।

এপ্রসঙ্গে ওই বৃদ্ধার পুত্রবধূ এস টামপাকসানা বলেন, "স্বশস্ত্র দুষ্কৃতীরা যখন আমাদের বাড়িতে হামলা চালিয়ে ছিল তখন আমার শাশুড়ি আমাকে ও প্রতিবেশীদের পালাতে বলেন। কিছুক্ষণ পরে এসে আমরা দেখতে পাই বাড়ি পুরো পুড়িয়ে দিয়েছে। আমরা ভেবে ছিলাম বয়সের জন্য উনি পালাতে পারবেন না। তাই পরে লোক জড়ো করে তাঁকে উদ্ধার করব। কিন্তু, তার আগেই সব শেষ হয়ে গেল।" আরও পড়ুন: Meerut Double Murder Video: যোগীরাজ্যে প্রকাশ্যে গুলি করে দুই ব্যক্তিকে খুন, দেখুন হাড়হিম করা ভিডিয়ো