নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে মাথাচাড়া দিয়ে উঠছে অনলাইন জালিয়াতি(Online Fraud)। অনলাইনে টাকা হাতানোর নানা ফন্দি আঁটছে প্রতারকরা। আর এ বার এই অনলাইন প্রতারণার ছক কষা হল সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে(DY Chandrachud) ঢাল করে। তাঁর নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা। সাইবার সেলে অভিযোগ দায়ের করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয় একটি পোস্ট। যাতে লেখা প্রধান বিচারপতি টাকা চাইছেন। তবে খুব বেশি নয় মাত্র ৫০০ টাকা। এই পোস্টে লেখা, "কলোজিয়ামের বৈঠকে পৌঁছতে হবে কিন্তু আটকে পড়েছি। দয়া করে কেউ ৫০০ টাকা ক্যাবের ভাড়া পাঠিয়ে সাহায্য করবেন? কোর্টে পৌঁছেই আমি টাকাটা ফিরিয়ে দেবো।" এই মেসেজ দেখে যদিও মানুষের খুব একটা বুঝতে অসুবিধা হয়নি যে এটা প্রধান বিচারপতি নন। তার আরও একটা বড় কারণ হল মেসেজটিতে অজস্র ইংরেজি বানান ভুল ছিল। এই মেসেজটি ভাইরাল হতেই ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত করছে সাইবার ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা।
সেই ভাইরাল মেসেজ
BREAKING:
A Cyber Fraud was committed in the name of Hon'ble Chief Justice of India Dr. DY Chandrachud.
Registrar of Supreme Court filed a FIR of cyber fraud on the instructions of CJI DY Chandrachud.
The impersonating fraudster had asked for Rs 500 for cab. pic.twitter.com/KLFurCwPn9
— The Legal Man (@LegalTL) August 27, 2024