বেঙ্গালুরুঃ দেশজুড়ে বাড়ছে ভুয়ো ফোনে জালিয়াতি চক্রের রমরমা। প্রতিনিয়ত নিত্যনতুন পন্থায় জালিয়াতি করছে সাইবার (Cyber Crime) দুনিয়ার অপরাধীরা। এ বার তার শিকার হলেন কর্নাটকের (Karnataka)এক বৃদ্ধ চিকিৎসক। সিবিআই (CBI) সেজে তাঁর থেকে কোটি-কাটি টাকা হাতিয়ে নিল প্রতারকরা। হঠাৎই অচেনা নম্বর থেকে একটি ফোন পান ভীমসেন শ্রীনিবাস কারজাগি নামে ওই চিকিৎসক। কর্নাটকের হাভেরীর বাসিন্দা তিনি। সেই ফোনে তাঁকে বলা হয়, অ্যাকাউন্ট থেকে লেনদেন হওয়া টাকা যদি সিবিআইয়ের অ্যাকাউন্টে না পাঠান তবে তাঁকে গ্রেফতার করা হবে। সব শুনে অবাক হন বৃদ্ধ চিকিৎসক। তবে গ্রেফতারির ভয়ে, প্রতারকদের কথামতো ৩ কোটি ৭১ লক্ষ টাকা পাঠিয়ে বসেন।
জানা গিয়েছে, দিনের পর দিন মিথ্যে ভয় দেখিয়ে এই চিকিৎসকের কাছ থেকে কোটি-কোটি টাকা নিয়েছে প্রতারকরা। শেষমেষ সাইবার ক্রাইমের দ্বারস্থ হন চিকিৎসক। তারপরই জানতে পারেন আসলে প্রতারণার শিকার হয়েছেন তিনি। গত ১১ ই মে চিকিৎসকের কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয় মুম্বইয়ের সিবিআই অফিসার দীক্ষিত গাদাম কথা বলছেন। চিকিৎসককে বলা হয় তাঁর নামে নরেশ গয়াল নামে এই ব্যাক্তি অ্যাকাউন্ট খুলেছেন। শুধু তাই-ই নয়, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অপরাধমূলক কাজে আর্থিক মদত দেওয়া হচ্ছে। এরপর কথায়-কথায় চিকিৎসকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা জেনে নেওয়া হয়। তারপরই শুরু হয় হুমকি। বলা হয় সব টাকা যদি সিবিআইয়ের অ্যাকাউন্টে না পাঠানো হয় তবে গ্রেফতার করা হবে তাঁকে। আর তাদের জালে পা দিয়ে ফতুর হন ওই বৃদ্ধ। ১০টি অ্যাকাউন্টে ধাপে ধাপে মোট ৩ কোটি ৭১ লক্ষ টাকা পাঠান তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম শাখা।