থানে, ২৪ এপ্রিল: মহারাষ্ট্রে হাসপাতালে (Hospital) আগুন (Fire) লেগে মৃত্যু হল ৪ রোগীর। আজ ভোর সাড়ে তিনটের দিকে থানে (Thane) জেলার মুম্ব্রা এলাকায় প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন এবং পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থানে যায়। থানের পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে, ২০ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় ৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের এক আধিকারিক বলেন, আগুন লেগে হাসপাতালের প্রথম তলাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ জন রোগীকে বের করে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে ৬ জন আইসিইউ-তে ছিলেন। হাসপাতালে কোনও কোভিড রোগী ভর্তি ছিলেন না। আরও পড়ুন: Earthquake In Assam: অসমে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪

মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ বলেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই ঘটনার খবর দেওয়া হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতরা ১ লাখ টাকা করে পাবে।