নয়াদিল্লি: ঘর গরম রাখার জন্য একটি পাত্রে কাঠকায়লার আগুন (coal brazier) করে রেখেছিল। এর জেরে শ্বাসরুদ্ধ (suffocation) হয়ে মৃত্যু (death) হল স্বামী-স্ত্রী এবং দুই নাবালক সন্তানের। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) খেরা কালান (Khera Kalan) এলাকায়। মৃতরা হলেন রাকেশ ওরফে দীনানাথ (৪০), তাঁর স্ত্রী ললিতা (৩৮) ও দুই পুত্র পীযূষ (৮) ও সানি (৭)। তাঁরা আদতে বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলে জানা গেছে। আরও পড়ুন: PM Modi Gifted Shawl: পা ছুঁয়ে প্রণাম করায় কিশোরী শিল্পীকে নিজের শাল উপহার প্রধানমন্ত্রী মোদির, পোঙ্গল অনুষ্ঠানের ভিডিয়ো
পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ৭টা নাগাদ আলিপুর পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। তাতে বলা হয়, খেরা কালান এলাকায় একজন ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে পিসিআর ভ্যান ও স্থানীয় পুলিশকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে যাওয়ার পর তাঁরা দেখেন ঘর ভেতর থেকে বন্ধ। বাধ্য হয়ে জানলার কাঁচ ভেঙে সেটা খোলা হয়। পরে দরজাও খোলা হয়।
এপ্রসঙ্গে সিনিয়র পুলিশ আধিকারিক জানান, ভেতরে ঢুকে দেখা যায় চারজন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। আর ঘরে জ্বলছে কাঠকয়লা। প্রাথমিক ভাবে দেখা গেছে যে চারজনই শ্বাসরোধ হওয়ার ফলে মারা গেছে। ক্রাইম টিম এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) টিম দ্বারা অপরাধের দৃশ্য (এসওসি) পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বিজেআরএম হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে রবিবার ভোরে এই একই কারণে দুই নেপালি নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে পশ্চিম দিল্লিতে। পুলিশ জানায়, ওই ব্যক্তিররা পশ্চিম দিল্লির একটি বাড়ির ভৃত্যের কোয়ার্টারে কাঠকয়লার আগুনের কারণে শ্বাসরোধ হয়ে মারা গেছে। নিহতরা হলেন রাম বাহাদুর ওরফে সোম বাহাদুর (৫৭) এবং অভিষেক (২২), দুজনেই নেপালের লুম্বিনীর বাসিন্দা। আরও পড়ুন: Rajasthan Dry Day: রাম মন্দির উদ্বোধনের দিন এবার রাজস্থানে ঘোষণা 'ড্রাই ডে', বন্ধ রাখতে হবে সব মদের দোকান