ভদোদারায় সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় কেন্দ্র ও রাজ্য দুই সরকারই ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। অন্যদিকে,  রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর তদন্ত শুরু করেছে গুজরাট সরকার। তদন্তে নেমে ইতিমধ্যে এই সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ৪ জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছেন রাজ্য সরকার। সেই সঙ্গে রক্ষণাবেক্ষণে কী গাফিলতি ছিল, এবং আর কার কার কর্তব্যে গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা

দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে রাজ্য সরকারের তহবিল থেকেও আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছিলেন।

গম্ভীরা সেতু বিপর্যয়

প্রসঙ্গত, গত বুধবার সকাল ৮টা নাগাদ ভদোদারায় মহিসাগর নদীর ওপর আচমকাই ভেঙে পড়ে গম্ভীরা সেতু। দুর্ঘটনায় সময় ওই সেতু পার হচ্ছিল একাধিক যানবাহন। ভেঙে পড়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে দুটি ট্রাক, দুটি পিক আপ ভ্যান, অটোরিক্সা। একটি ট্রাক কার্যত ঝুলছিল ব্রিজের মুখে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল বাহিনী, উদ্ধারকারী দল। এই সেতুটি ভদোদারা এবং আনন্দ জেলাকে সংযোগ করছিল।