নয়াদিল্লিঃ যোধপুরগামী চলন্ত বাসে (Bus) আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছে ২১ জন যাত্রীর। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজস্থানে ফের দুর্ঘটনা।জয়সলমেরের পর এবার বারমের। গাড়ির সঙ্গে ট্রেলারের ধাক্কা। সংঘর্ষের জেরে অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চার আরোহীর। বুধ রাতে ঘটনাটি ঘটেছে বারমের জেলার বালোত্রার সাদা গ্রামের কাছে একটি সড়কে। জানা গিয়েছে, একটি ট্রেলারের সঙ্গে আচমকা ধাক্কা লাগে একটি স্করপিও গাড়ির। সংঘর্ষের জেরে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় গাড়িটিতে। ঘটনাস্থলেই পুড়ে মারা যান চার আরোহী। কোনওভাবে বেঁচে যান চালক। তবে বেঁচে গেলেও গুরুতর জখম হন তিনি।
পুলিশ সূত্রে খবর, স্করপিওতে চেপে পাঁচ বন্ধু গুন্ডামালানি এলাকার ডাবর গ্রাম থেকে সিন্ধারি গিয়েছিলেন। ফেরার পথে বালোত্রা-সিন্ধারি মেগা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বালোত্রা জেলা পুলিশ জানিয়েছেম মৃতদের নাম মোহন সিং, শম্ভু সিং, নীরজ শর্মা, পঞ্চারাম ও প্রকাশ। আহত চালকের নাম দিলীপ সিং। স্থানীয়দের দাবি, আচমকা আগুনে পুড়তে শুরু করে গাড়িটি। তাঁরাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহগুলি।
ঘুরতে যাওয়াই হল কাল! দুর্ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু চার বন্ধুর
Rajasthan: Four friends burnt alive as car catches fire after collision with trailer in Balotra#Rajasthan https://t.co/v9idRDPn3Z
— Kalinga TV (@kalingatv) October 16, 2025