বিদিশা, ১৬ জুলাই: ৮ বছরের শিশুকন্যাকে উদ্ধার করতে গিয়ে এক সঙ্গে ৩০ জন পড়ে গেলেন ৪০ ফুট গভীর নলকূপে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা গেছে৷ বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে একযোগে উদ্ধার কাজে নেমেছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ এখনও পর্যন্ত নলকূপ থেকে ২৩জনকে উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে যে শিশুকন্যাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন নলকূপে পড়ে গিয়েছিল, তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি৷
MP: 4 bodies recovered from the spot so far in Ganjbasoda area of Vidisha.
CM SS Chouhan announces an ex-gratia of Rs 5 Lakhs each for the next of the kin of the deceased & compensation of Rs 50,000 each to the injured. The injured will also be provided free medical treatment. pic.twitter.com/PgBs2hzFJB
— ANI (@ANI) July 16, 2021
এদিকে গোটা ঘটনায় নিদারুণ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ ৪ জনের মৃত্যুর খবর এসে পৌঁছাতেই মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি৷ সেই সঙ্গে মৃতের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণও ঘোষণা করেছেন৷ অন্যদিকে এই দুর্ঘটনায় আহতরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন৷ আর্থিক সাহায্য হিসেবে মিলবে ৫০ হাজার টাকা৷ গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ৷ তবে এলাকাবাসীও ভিড় করে রয়েছে৷ চারদিক থেকে উঠছে কান্নার রোল৷ গভীর উৎকণ্ঠায় কাটছে সময়৷