প্রণব মুখার্জি(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৯ আগস্ট: ভাল আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (Pranab Mukherjee)। বুধবার টুইট বার্তায় অভিজিৎ মুখার্জি জানান, বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর ভাইটাল প্যারামিটার এখন নিয়ন্ত্রণে রয়েছে। বাবার সুস্থতা কামনায় জনগণের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন অভিজিৎবাবু। ভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন প্রণব মুখার্জি। সেখানে টেস্ট হলে জানা যায় প্রাক্তন রাষ্ট্রপতি করোনাভাইরাস পজিটিভ। এরপর দেল্লির সেনা হাসপাতালে ভর্তি হন তিনি। পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল। সেই ক্লট অপারেশনের পরেই কোমায় চলে যান। তখন থেকে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এর মাঝে তাঁর মৃত্যুর গুজবও ছড়ায়। এই ঘটনায় বেজায় বিরক্ত হয়েছিলেন অভিজিৎ মুখার্জি। আরও পড়ুন-COVID-19 Vaccine Update: কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ হবে গুয়াহাটি মেডিক্যাল কলেজে

যাইহোক নিজের করোনা সংক্রমণের খবর পেয়েই তাঁর সংপর্শে আসা বাকিদের হোম আইসোলেশনে থাকার অনুরোধ জানিয়ে টুইটও করেন প্রাক্তন রাষ্ট্রপতি। এদিকে ফের শারীরিক অসুস্থতা নিয়ে সোমবার মধ্যরাতে দিল্লির এইমসে ভর্তি হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

বাবার সুস্থতা কামনা করে অভিজিৎ মুখার্জির টুইট

গত সপ্তাহেই করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফের শরীরে ব্যথা ও ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি হলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। মূলত কোভিড সেরে গেলেও রোগীর শরীরে বেশকিছু অসুস্থতা থেকে যায়। তেমনকিছু সমস্যায় ভুগছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, তাই এদিন তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে ভাল আছেন অমিত শাহ। আপাতত এইমসে ভর্তি থেকেই তিনি অফিসের যাবতীয় কাজকর্ম সারবেন। গত ১৪ আগস্ট অমিত শাহর করোনাভাইরাস টেস্ট নেগেটিভ আসে। তারপরই গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।