Prajwal Revanna: তাঁর দাদু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী H.D. Deve Gowda। তাঁর কাকা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী H. D. Kumaraswamy। তিনি নিজে একজন কর্ণাটকের হাসান কেন্দ্রের সাংসদও ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে নির্বাচনী প্রচার সেরেছেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না এখন ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন জেলের সাজা খাটছেন। বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা সেন্ট্রাল জেলে (Parappana Agrahara Central Prison) বন্দি রয়েছেন প্রজ্জ্বল রেভান্না। জনতা দল সেকুলারের প্রাক্তন সাংসদ রেভান্নাকে বেঙ্গালুরুর সেই সেন্ট্রাল জেলে লাইব্রেরি ক্লার্কের কাজ দেওয়া হল। সে কাজের জন্য তিনি দৈনিক ৫২২ টাকার মজুরি পাবেন। অথচ তাঁর কয়েকশো কোটি টাকার সম্পত্তি। একের পর এক মহিলাঘটিত কেলেঙ্কারিতে তার নাম উঠে এসেছে। বহু মহিলার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার সিডিও তিনি করে রেখে দিতেন বলে অভিযোগ উঠেছে।
যাবজ্জীবন জেলের পাশাপাশি ১১ লক্ষ টাকার জরিমানও হয়েছে রেভান্নার
গত মাসের গোড়ায় বেঙ্গালুরুতে সাংসদ ও বিধায়কদের জন্য বিশেষ আদালত ধর্ষণের মামলায় প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজওয়াল রেভান্নাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। পাশাপাশি তাকে ১১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল।
দেখুন খবরটি
Former MP Prajwal Revanna, sentenced to life imprisonment in connection with a rape case, will be serving as a library clerk in jail where he will be entitled to a pay of ₹522 per day
Revanna is the grandson of former prime minister H D Deve Gowda, and son of senior JD(S)… pic.twitter.com/LO3bJMHjFF
— Hindustan Times (@htTweets) September 7, 2025
যাবজ্জীবন শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন
আদালতের কঠোর সাজা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে এখন রেভান্না জেলে দিব্য়ি আছেন বলে খবর। তাঁর বিরুদ্ধে এখনও অন্তত দুটি ধর্ষণ, যৌন নির্যাতনের মামলা চলছে। ৪৭ বছর বয়সী ফার্ম হাউসের এক পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে।