নতুন দিল্লি, ১২ অগাস্ট: গত বছর নভেম্বরে বিহারের শাসক দল জেডি (ইউ) ছেড়ে তৃণমূলে এসেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ পবন কুমার বর্মা। বছর ঘুরতে না ঘুরতে নীতীশ কুমারের দলের সেই প্রাক্তন সাংসদ তৃণমূল ছাড়লেন। টুইটারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন পবন বর্মা। বাংলায় দলের একের পর এক নেতা-মন্ত্রীর জেলের মাঝে বাইরের রাজ্যের আরও এক নেতাকে হারালেন মমতা।
বাংলায় ভোটে বড় জয়ের পর যেভাবে রাজ্যের বাইরের বড় নেতারা স্রোতের মত তৃণমূলে আসছিলেন, তেমনভাবেই একের পর এক বড় নাম জোড়া ফুলের সঙ্গ ছাড়ছেন। আরও পড়ুন-নিজাম প্যালেসে মুড়ি, বিস্কুট খেয়ে ক্যাম্প খাটে ঘুম অনুব্রত মণ্ডলের
দেখুন পবন বর্মার টুইট
Dear @MamataOfficial ji, Please accept my resignation from the @AITCofficial. I want to thank you for the warm welcome accorded to me, and for your affection and courtesies. I look forward to remaining in touch. Wishing you all the best, and with warm regards, Pavan K. Varma
— Pavan K. Varma (@PavanK_Varma) August 12, 2022
এনডিএ-তে থাকা নিয়ে নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধের জেরে দল ছেড়েছিলেন পবন বর্মা। তারপর তিনি দিদির দলে যোগ দেন। কিন্তু বিজেপি-র সঙ্গ ছেড়ে নীতীশ কুমার মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী হতেই বিহারের রাজনৈতিক পরিস্থিতি বদল এসেছে।
দেখুন টুইট
MVA-Bihar is in the making.All these incompetent leaders meet another incompetent in hyped leader,Ex-bar dancer.
Pavan Verma already resigned from TMC, to support Nitish.
Today if Bihar is undeveloped n cannot attract investors, it is courtesy 17+ years of सुशासन-बाबु-नीतीश.
— Vinay sood (@vinaysoodpune) August 12, 2022
মনে করা হচ্ছে বিহারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পবন বর্মা ফের জেডি (ইউ)-তে ফিরতে পারেন।