Pavan Verma: ফের ধাক্কা তৃণমূলে, দিদির সঙ্গ ছাড়লেন প্রাক্তন সাংসদ পবন বর্মা
Mamata Banerjee (Photo Credit: Facebook)

নতুন দিল্লি, ১২ অগাস্ট: গত বছর নভেম্বরে বিহারের শাসক দল জেডি (ইউ) ছেড়ে তৃণমূলে এসেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ পবন কুমার বর্মা। বছর ঘুরতে না ঘুরতে নীতীশ কুমারের দলের সেই প্রাক্তন সাংসদ তৃণমূল ছাড়লেন। টুইটারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন পবন বর্মা। বাংলায় দলের একের পর এক নেতা-মন্ত্রীর জেলের মাঝে বাইরের রাজ্যের আরও এক নেতাকে হারালেন মমতা।

বাংলায় ভোটে বড় জয়ের পর যেভাবে রাজ্যের বাইরের বড় নেতারা স্রোতের মত তৃণমূলে আসছিলেন, তেমনভাবেই একের পর এক বড় নাম জোড়া ফুলের সঙ্গ ছাড়ছেন। আরও পড়ুন-নিজাম প্যালেসে মুড়ি, বিস্কুট খেয়ে ক্যাম্প খাটে ঘুম অনুব্রত মণ্ডলের

দেখুন পবন বর্মার টুইট

এনডিএ-তে থাকা নিয়ে নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধের জেরে দল ছেড়েছিলেন পবন বর্মা। তারপর তিনি দিদির দলে যোগ দেন। কিন্তু বিজেপি-র সঙ্গ ছেড়ে নীতীশ কুমার মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী হতেই বিহারের রাজনৈতিক পরিস্থিতি বদল এসেছে।

দেখুন টুইট

মনে করা হচ্ছে বিহারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পবন বর্মা ফের জেডি (ইউ)-তে ফিরতে পারেন।