নতুন দিল্লি, ১৫ মে: অর্থ পাচার মামলায় গত বছর ৩০ মে ইডি গ্রেফতার করেছিল দিল্লির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain )-কে। তারপর থেকে বারবার জামিনের আবেদন করলেও অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ এই নেতা-মন্ত্রী জেল থেকে ছাড়া পাননি। বছর ঘুরতে চলল তবু এখনও জেলেই তিনি। এবার জামিন পেতে মরিয়া হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সত্যেন্দ্র জৈন।
প্রভাবশালী তত্ত্বে বারবার খারিজ হচ্ছে তাঁর জামিনের আবেদন। তিনি জেল থেকে বের হলে তদন্ত প্রভাবিত করতে, প্রমাণ লোপাট করতে পারেন বলে ইডি আইনজীবী আদালতকে জানাচ্ছেন। আরও পড়ুন-হাপুরে পরপর ৪০টি হনুমানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্ত পুলিশের
দেখুন টুইট
Former Delhi minister Satyendar Jain moves Supreme Court seeking bail in money laundering case against him. He has challenged Delhi High Court order dismissing his bail plea in the money laundering case against him.
(File Photo) pic.twitter.com/GRfXX3Ufrz
— ANI (@ANI) May 15, 2023
দিল্লি হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজের সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম দরবারে গেলেন সতৈন্দ্র। পাশাপাশি তিহার জেল কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন জানালেন, তাঁর সেলে যেন আরও দু তিনজন বন্দিকে রাখা হয়, কারণ তিনি জেলে বড্ড একা বোধ করছেন।