Photo Credits: IANS

Madhya Pradesh Assembly Election 2023: চার মাসের মধ্যেই ঘরের ছেলের প্রত্যাবর্তন। চলতি বছর জুনে বিজেপি ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখণ্ড প্রতাপ সিং (Akhand Pratap Singh)। কিন্তু ভোটের মুখে ইউ টার্ন নিয়ে আপ ছেড়ে বিজেপিতে ফিরলেন অখণ্ড সিং। আপে যোগ দেওয়ার সময় তিনি বলেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল হবেন দেশের প্রধানমন্ত্রী।

আর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র  হাত থেকে দলীয় পতাকা নিয়ে সেই অখণ্ড প্রতাপ বললেন, নরেন্দ্র মোদীর ফের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি।

দেখুন ভিডিয়ো

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের মুখে দলবদলের রাজনীতিতে ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আপ। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অখণ্ড প্রতাপ সিং।

আগামী ১৭ নভেম্বর, শুক্রবার এক দফায় মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভ নির্বাচনে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর। মধ্যপ্রদেশে চাপে আছে শাসক দল বিজেপি। রাহুল গান্ধী, কমলনাথের প্রচারের কাছে ফিকে দেখাচ্ছে বিজেপির প্রচারকে। বেশীরভাগ জনমত সমীক্ষায় বলা হচ্ছে এবার মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হবেন কমলনাথ।