আরজি কর হাসপাতালের ঘটনা সামনে আসার পর সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তৈরি হয়েছে ন্যাশানাল টাস্ক ফোর্স (National Task Force)। যাঁরা হাসপাতালের নিরাপত্তার বিষয় খতিয়ে দেখবে, সেই সঙ্গে কোনও ঘটনা ঘটলে তার বিরুদ্ধেও প্রাথমিক ব্যবস্থা নেবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া এই টাস্ক ফোর্সে নেই কোনও রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য। যার ফলে ভবিষ্যতে তাঁদের ওপর কোনও ঘটনা ঘটলে সেই বিষয়ে নজর দেওয়ার মতো টাস্ক ফোর্সে কোনও সদস্য থাকবে না। ফলে এই বিভাগেও আরডিএ-এর কোনও সদস্যকে রাখতে হবে। এই মর্মে বৃহস্পতিবার একটি আবেদন করল এফওআরডিএ-এ।
এদিন তাঁদের আইনজীবী সত্যম সিংয়ের দাবি, আরজি করে যে ঘটনা ঘটেছে তারপর থেকে বলা যায় না আগামীদিনে কার ওপর এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই কারণে আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে যে এই টাস্ক ফোর্সে যে আরডিএ-এর সদস্যদেরও রাখতে হবে। আশা করি আদালত আমাদের আবেদনকে মান্যতা দেবে। প্রসঙ্গত, এই টাস্ক ফোর্স মূলত সরকারি হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা, নিরাপত্তা রক্ষী, চিকিৎসকদের জন্য সুরক্ষিত বিশ্রামের জায়গা রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলির ওপর নজর রাখবে।
#WATCH | RG Kar Medical College & Hospital rape-murder case | Advocate representing FORDA, Satyam Singh says, "We have filed the miscellaneous application for the inclusion of the RDAs. If you see the member of the National Task Force there is not a single representative from the… pic.twitter.com/eq2POrQqVF
— ANI (@ANI) August 22, 2024