PM Narendra Modi (Photo Credit ANI)

২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হয়ে যাবে। ভারতে আর ধর্ম, আর্থিক বিভেদের কোনও জায়গা থাকবে না। সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে দেওয়া সাক্ষাতকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পাশাপাশি মোদী দাবি করলেন, গোটা বিশ্ব দীর্ঘদিন ধরে ভারতকে ১০০ কোটির ক্ষুধার পেট হিসেবে দেখে, কিন্তু এখন সেই ধারনা বদলেছে। ভারতকে এখন দুশো কোটির দক্ষ হাত হিসেবে দেখছে দুনিয়া। খুব শীঘ্রই অর্থনীতিতে ভারত বিশ্বের সেরা তিনটি দেশের মধ্যে উঠে আসবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।

দেখুন মোদীর সাক্ষাতকার নিয়ে পিটিআইয়ের টুইট

জি-২০ সম্মেলন নিয়ে মোদীর বক্তব্য

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ''বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা দ্বন্দ্বের সমাধান শুধুমাত্র আলোচনা ও কুটনৈতিক স্তরে বৈঠকের মাধ্যমেই সম্ভব ।''প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত কোনও পক্ষের বিরুদ্ধেই যায়নি। ইউক্রেনকে সাহায্য করেও পুতিনের পাশে দাঁড়িয়েছে ভারত। আরও পড়ুন-দায়িত্ব সেরে ঘুমের দেশে প্রজ্ঞান, ভোর হলে জাগবে কি? আশাবাদী ইসরো

দেখুন টুইট

২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হয়ে যাবে ভারত, দাবি মোদীর-দেখুন টুইট

কাশ্মীর ও অরুণাচল প্রদেশে জি-২০ সম্মেলন আয়োজন নিয়ে চিন, পাকিস্তানের আপত্তি খারিজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, " এটা খুব স্বাভাবিক যে আমরা দেশের প্রতিটি অংশে সম্মেলন বা বৈঠক আয়োজন করতে পারি। সেক্ষেত্রে কোনও দেশের আপত্তি করার কারণ থাকতে পারে না।"

সাইবার অপরাধ (Cyber Crime), সাইবার হানা (Cyber Attack) ভুয়ো খবর (Fake News), ডিপ ফেক ভিডিয়ো (Deep Fake Video)-র ভয়াবহ দিক নিয়ে সাধারণ মানুষকে সতর্ক  ও প্রশাসনিক স্তরে সজাগ থাকার অনুরোধ জানান মোদী।

দেখুন টুইট

ভারতের জি-২০ সম্মেলন আয়োজন নিয়ে মোদী বলেন, 'এই সম্মেলন থেকে বেশ কিছু পজেটিভ জিনিস মিলতে চলেছে। এই সম্মেলনে হৃদয়ের খুব কাছের।' জিডিপি-র দিকে চেয়ে থাকা দুনিয়া এখন মানবিক ভিত্তিক হয়ে উঠছে বলেও তিনি জানান। ভারতের 'সবকা সাথ সবকা বিকাশ' গোটা দুনিয়ার উন্নতির দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

জি-২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

এরপর প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, বৃদ্ধির জন্য ভারতের সামনে সুযোগ ভিত্তি স্থাপন করা এবং সেটা আগামী হাজার বছর মনে রাখা হবে।