নয়াদিল্লি: বিশ্বের বাজারে মাল কেনাবেচার (International Trade) জন্য এবার ভারতের টাকা (Indian rupees) ব্যবহার করবে শ্রীলঙ্কা (Sri Lanka)। একথাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।
বিদেশী সংবাদমাধ্যম (foreign media) সূত্রে খবর, ভারতের এই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটির (Sri Lanka) ব্যাঙ্কগুলি এর জন্য বিশেষ অ্যাকাউন্ট (special rupee trading accounts) খুলছে। যার নাম ভাস্ট্রো অ্যাকাউন্ট (Vostro accounts)। কিছুদিন আগেই শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের (Central Bank of Sri Lanka) তরফে জানানো হয়েছিল, শ্রীলঙ্কাতে ভারতীয় টাকা বিদেশী কারেন্সি হিসেবে ব্যবহার করার জন্য তারা ভারতের রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শুধু তাই নয়, শ্রীলঙ্কার তরফে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (Reserve Bank of India) সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে ব্যবসা ও পর্যটন বাড়ানোর জন্য সচেষ্ট হতেও অনুরোধ করা হয়েছিল। আরও পড়ুন: Pakistan: দরকার পড়লে পরমাণু যুদ্ধ করব, ভারতকে হুমকি পাকিস্তানের নেত্রীর
এবার ভারতের টাকা শ্রীলঙ্কা ব্যবহার করতে পারবে মানে শ্রীলঙ্কার নাগরিকরা তাঁদের হাতে এখন থেকে ১০ হাজার মার্কিন ডলার বা ৮ লক্ষ ২৬ হাজার ৮২৩ ভারতীয় টাকা থাকছে। এর মানে এটাও হচ্ছে যে ভারতীয় ও শ্রীলঙ্কানরা এবার থেকে একে অপরের সঙ্গে আন্তর্জাতিক ব্যবসা করতে গেলে মার্কিন ডলারের পরিবর্তে ভারতীয় টাকা ব্যবহার করতে পারবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের জুলাই মাস থেকে ভারত যাদের কাছে ডলার কম আছে এমন দেশগুলির সঙ্গে টাকার মাধ্যমে লেনদেনের দিকে ঝুঁকে ছিল। আরও পড়ুন: Pepsi To Layoff: এবার কর্মী ছাঁটাই পেপসি-তে, ১০০-র বেশি কর্মী হারাচ্ছেন কর্মসংস্থান