
নয়াদিল্লিঃ গত ২২ এপ্রিল থেকে শিরোনামে জম্মু কাশ্মীর (Jammu and Kashmir)। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) নিরীহ পর্যটকদের উপর গুলি চালায় জঙ্গিরা (Terrorist)। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। আর এই জঙ্গি হামলার পর থেকেই তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ঘাত-প্রত্যাঘাতের আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীর। পাক সেনার ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে প্রায় ২০ জন সাধারণ মানুষের। আহত বহু। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। শহীদ হয়েছেন সেনারা। এই অবস্থায় নিহত সেনাদের বাড়িতে গেলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
কাশ্মীরের কী ক্ষয়ক্ষতি হয়েছে? জানালেন মুখ্যমন্ত্রী
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "শেষ তিনচার ধরে জম্মু কাশ্মীরে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ছে পুঞ্চ জেলা। অনেকদিন পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পুঞ্চ। আমরা গত কয়েকদিনে ১৩ জন সেনাকে হারিয়েছি। আজ তাঁদেরই পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি।" প্রসঙ্গত, ধীরে ধীরে শান্তি ফিরছে জম্মু কাশ্মীরে। আপাতত শান্ত উপত্যকা। নেই কোনও বিস্ফোরণে শব্দ, আকাশে উড়ে বেড়াচ্ছে না ড্রোন। এলাকায় এলাকায় টহল দিচ্ছে সেনা।
শহীদ সেনার বাড়িতে দাঁড়িয়ে কী জানালেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী
Poonch, J&K: CM Omar Abdullah says, "For 3-4 days, there was a war-like environment in J&K, and Poonch was the most affected by Pakistan's shelling. After a long time, the situation in Poonch saw fierce fighting, during which we lost 13 of our brave soldiers. My aim in coming… pic.twitter.com/VhXWDEwlv9
— IANS (@ians_india) May 12, 2025