Biryani Sale In Delhi Increases After AAP Win: মহা ছাড়ের মহিমা, আম আদমি পার্টি জিততেই দিল্লিতে বিরিয়ানি সহযোগে সেলিব্রেশন
বিরিয়ানি(Photo Credits: Instagram)

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি: মঙ্গলবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফল প্রকাশেই দেখা যায়, বিপুল জনাদেশ নিয়ে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই খবরের সঙ্গে সঙ্গেই রাজধানীতে শুরু হয়েছে উদযাপনের মরশুম। আপের জয়কে সেলিব্রেট করতে বিরিয়ানিকেই (biryani sale) আঁকড়ে ধরেছে খাদ্যরসিক জনতা। রাতে দেখা যায় রাজধানীর বেশ কিছু রেস্তরাঁ বিরিয়ানির উপরে ছাড়ও দিচ্ছে। এককথায় বিরিযানি খেয়েই কেজরিওয়ালের জয়কে উদযাপন করছে দিল্লি। সোশ্যাল মিডিয়াতে বিরিয়ানির লোভনীয় পোস্ট করে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন নেটিজেনরা। আপের জয় সঙ্গে বিরিয়ানি, এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে। এই দেখে বিজেপি নেতারা কটাক্ষ করথে ছাড়েননি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, নির্বাচনে জিতে শাহিন বাগের আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। শাহিন বাগে যখন বিরিয়ানি বিলি শুরু হয়েছে তখন রেস্তরাঁ মালিকরা আর চুপ করে থাকেন কেন। একেবারে দলবেঁধে ছাড়ের বন্যা চলেছে। এক প্লেট বিরিয়ানি নিলে সঙ্গে আরও একটা ফ্রি। মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন রেস্তরাঁয় এই নিরিখেই হু হু করে বিক্রি হয়েছে বিরিয়ানি। একেবারে পিকনিকের মেজাজে আম জনতা বিরিয়ানিতেই সেরেছে সান্ধ্য ও নৈশ আহার। আরও পড়ুন-Arvind Kejriwal Swearing-In Ceremony: রবিবার রামলীলা ময়দানে তৃতীয় বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ অরবিন্দ কেজরিওয়ালের

চলতি মাসেই দিল্লির রোহিনী এলাকায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা আম আদমি পার্টিকে কটাক্ষ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, কেজরিওয়াল শাহিন বাগের আন্দোলনকারীদের বিরিয়ানি বিতরণ করছেন। তিনি আরও বলেছিলেন পাকিস্তানের মন্ত্রী ও আপের বক্তব্য একই। তাঁরা এক সুরে কথা বলছেন। এরপর তিনি শাহিন বাগের সিএএ বিরোধী আন্দোলনকারীদের ও যাঁরা এনআরসি-র বিরোধিতায় সরব তাঁদেরও উপহাস করেন।