Manipur Flood Situation (Photo Credit: X@Tongjei_Maril)

মণিপুরে বন্যা কবলিত জেলাগুলিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালগুলির ছুটি বাড়িয়েছেন রাজ্যপাল। রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত এবং বন্যার পরিপ্রেক্ষিতে ইমফল পূর্ব, ইমফল পশ্চিম এবং সেনাপতি জেলার সেনাপতি মহকুমায় সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলের গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন রাজ্যপাল।

মণিপুরে বন্যা কবলিত জেলাগুলিতে বাড়ল ছুটির মেয়াদঃ

প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে স্থানীয় পরিস্থিতি প্রতিদিন মূল্যায়ন করে তাঁদের নিজ নিজ এলাকায় বিদ্যমান স্কুল বন্ধ বা পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করেছেন রাজ্যপাল। সমন্বিত প্রতিক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্তগুলি অবিলম্বে সরকারকে জানাতে হবে।

এছাড়া, জোনাল শিক্ষা আধিকারিকদের তাঁদের নিজ নিজ জেলার জেলাশাসকদের সঙ্গে পরামর্শ করে সরকারের কাছে প্রতিদিনের প্রতিবেদন জমা দিতে হবে যাতে তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্কুলের কার্যক্রম সম্পর্কে আপডেট দিতে পারেন।

দুর্যোগ মোকাবিলা প্রচেষ্টাকে আরও সুদৃঢ় করতে মণিপুরের শিক্ষা অধিকৰ্তা (বিদ্যালয়)-র কন্ট্রোল রুম সক্রিয় করা হয়েছে। অতিরিক্ত অধিকর্তা (উপত্যকা) এবং অতিরিক্ত অধিকর্তা (পাহাড়) যথাক্রমে উপত্যকা এবং পার্বত্য জেলাগুলির জন্য নোডাল অফিসার হিসেবে মনোনীত করেছেন রাজ্যপাল। ওই আধিকারিকরা তাঁদের এলাকায় অবস্থিত স্কুল-সম্পর্কিত জরুরি ব্যবস্থা তত্ত্বাবধান এবং সমন্বয় করবেন।