নয়াদিল্লিঃ ভাসছে গ্রামের পর গ্রাম। অসমে (Assam) ক্রমে ভয়াবহ হচ্ছে বন্যা (Flood) পরিস্থিতি। গতকাল বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হয়েছে। বন্যা কবলিতদের সাহায্যে তৎপর প্রশাসন। আজ, শুক্রবার জল পায়ে অসমের বেশকিছু এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী (Chief Minister Of Assam)। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত ডিব্রুগড়, গোলাঘাট (Golaghat) , যোরহাট, কামরুপ (Kamrup) মেট্রোপলিটন সহ ২৮ টি জেলার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ সেনাবাহিনী। সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুর জেলার। এই জেলায় ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষ। ভাসছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ইতিমধ্যেই ৪১৯ টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। জেলায়-জেলায় খোলা হয়েছে ত্রাণশিবির। অসমের পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর এবং মিজোরামেও জারি করা হয়েছে সতর্কতা। প্রসঙ্গত,
দেখুন বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
#WATCH | Dibrugarh: Assam CM Himanta Biswa Sarma visited and inspected the areas affected due to waterlogging pic.twitter.com/iZvrqbhrKG
— ANI (@ANI) July 5, 2024