নয়াদিল্লিঃ ভারী বৃষ্টিতে (Heavy Rain) ভিজছে জম্মু কাশ্মীর(Jammu and Kashmir)। সোমবার থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যার জেরে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিতে রাস্তার (Road) অবস্থা বেহাল। আর তার ফলে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। সোমের পর মঙ্গলেও অব্যাহত দুর্যোগ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজৌরি জেলা। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা জেলায়। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
জম্মু কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল কলেজ
দু'দিনের টানা বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপদ সীমার উপর দিয়ে বইছে ধারালি ও শাক্ত নদী। রাস্তায় বইছে জলের স্রোত। কোথাও কোথাও আবার ভেঙে গিয়েছে রাস্তা। বিপদ এড়াতে সেই সমস্ত রাস্তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে পাহাড়ে আটকে পড়েছেন বহু পর্যটক। অন্যদিকে নীচু এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।
ফুঁসছে পাহাড়ি নদী, জম্মু কাশ্মীরে বন্যা পরিস্থিতি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল কলেজ
Jammu and Kashmir Schools Holiday: Flood-Like Situation in Rajouri After Dharhali and Saktoh Rivers Witness Rise in Water Levels Due to Heavy Rains; Schools Closed (Watch Videos)#JammuKashmir #SchoolsHoliday #Rajouri #RajouriFlood #RajouriRains
— LatestLY (@latestly) July 22, 2025
Read: https://t.co/jn3xzJMHds
— LatestLY (@latestly) July 22, 2025