নয়াদিল্লিঃ বিমান (Flight) ছাড়তে ২০ ঘণ্টা দেরি, অপেক্ষা করতে-করতে বিমান বন্দরেই অসুস্থ হয়ে পড়লেন যাত্রীরা। গতাকাল দুপুর ২.৩০ নাগাদ দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দশ্যে ছাড়ার থা ছিল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানটি। কিন্তু যাত্রীদের জানানো হয় নির্ধারিত সময়ে ছাড়বে না বিমান। তাঁদের বিমানবন্দরেই অপেক্ষা করতে বলা হয়। বিমান বন্দরের ৮-৯ ঘণ্টা অপেক্ষা করতে-করতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। ওয়েটিং রুমে এয়ার কন্ডিশনের ব্যবস্থা ছিল না বলে দাবী যাত্রীদের। মেঝেতে বসে, শুয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। এরপর ওই বিমান সংস্থার তরফে জানানো হয়, আজ অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় ছাড়বে বিমানটি। সেই মতো যাত্রীদের হোটেল বা বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। আজ সকালে এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের জানানো হয় সান ফ্রান্সিসকোগামী বিমানটি বাতিল হয়ে গিয়েছে। কী কারণে বাতিল তা যদিও স্পষ্ট করা হয়নি বিমান সংস্থার তরফে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীদের একাংশ।
#Delhi | A passenger of an #AirIndia flight alleged some people fainted inside the aircraft, which had no air-conditioning, after a long delay.
More here: https://t.co/jcywCdPn6L pic.twitter.com/9Ut5fUH9hW
— NDTV (@ndtv) May 31, 2024
এই কিছুদিন আগের ঘটনা। গত ২৪ শে মে, বিকেল ৪ টের সুময় মুম্বই বিমান বন্দর থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। প্রযুক্তিগত সমস্যার কারণে পরের দিন অর্থাৎ শনিবার সকাল ১০.৩০ টায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার ফলে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী।