Uttarkashi Flash Floods Video: উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশী জেলার ধারালি গ্রামে ভয়াবহ হড়পা বান। বানের (Flood) জলের তোড়ে নিমেষে ভেসে গেল শয়ে শয়ে বাড়ি। প্রকৃতির এই ধ্বংসলীলায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ৩০ জন। সেই গ্রামে কাজে করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হড়পা বানের ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে গিয়েছিলেন অন্তত ১০ জন শ্রমিক। এই হড়পা বানের ফলে উত্তরকাশী ও তার আশেপাশের এলাকায় রাস্তা, সেতু ও অন্যান্য পরিকাঠামোয় বড় ধরণের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীদের নামানো হয়েছে। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। গঙ্গা নদীতেও জলস্তর বেড়েই চলেছে, যার ফলে রাজ্যের একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
১৫ ফুট উঁচু শিব মূর্তিও জলের তলায়
ইতিমধ্যেই রাজ্যজুড়ে লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে ঘাট, পায়ে চলার পথ এবং বেলনি ব্রিজের কাছে থাকা ১৫ ফুট উঁচু শিব মূর্তি পর্যন্ত ডুবে গিয়েছে। খারাপ আবহাওয়া ও পরিকাঠামোর ক্ষতির কারণে কেদারনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রকৃতির ধ্বংসযজ্ঞ
प्रकृति का रौद्र रूप 🌧️
उत्तराखंड के उत्तरकाशी ज़िले के धराली में बादल फटने की जो तस्वीरें और वीडियो सामने आ रहे हैं, वो दिल दहला देने वाले हैं।
बस यही प्रार्थना है कि ईश्वर सभी को सुरक्षित रखे और जनहानि ना हो ।#Cloudburst #Dharali #uttarkashi pic.twitter.com/jeIE0LIJ2F
— सौरभ मिश्र (@Saurabh89851634) August 5, 2025
দেখুন কীভাবে ধেয়ে এল হড়পা বান, ভিডিও
🚨 Terrifying scenes from Uttarakhand!
Flash floods slam Dharali village in Uttarkashi — houses swept away, screams echo as floodwaters engulf shelters. 💔🌊
Videos show horror unfolding in seconds.
Prayers for all. 🙏#UttarakhandFloods #Dharali #Uttarkashi #Uttarakhand pic.twitter.com/2dVk2kh72r
— know the Unknown (@imurpartha) August 5, 2025
পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খীরগঙ্গা নদীর উপরের অববাহিকায় হঠাৎ মেঘভাঙা বৃষ্টির ফলে উত্তরকাশীর ধরালি গ্রামে ভয়াবহ হঠাৎ হড়পা বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
গত সপ্তাহেই বন্যা ও ধসের কারণে উত্তরাখণ্ডে ১৭ জনের মৃত্যু ও ২৫ জন জখম হন। রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলাগুলির গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।