Photo Credits: ANI

অমৃতসর: অমৃতপাল সিংয়ের ইস্যুতে অকাল তখতের তরফে হুঁশিয়ারি দেওয়ার পরেই নড়চড়ে বসেছে পাঞ্জাব প্রশাসন। ওয়ারিস দে পাঞ্জাবের প্রধান অমৃতপালের যে সমস্ত সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে তাদের অবিলম্বে ছেড়ে না দিলে প্রশাসনকে সবক শেখানোর বার্তা দিয়েছে অকাল তখত। এই পরিস্থিতিতে পাঞ্জাবের (Punjab) অমৃতসরে (Amritsar) অবস্থিত স্বর্ণ মন্দির (Golden Temple) চত্বরে যাতে কোনও অশান্তি না হয় তার দিকে কড়া নজর রেখেছে পুলিশ (police)। বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মন্দিরের চারিদিকে ফ্ল্যাগ মার্চও (Flag march) করল তারা।

এপ্রসঙ্গে অমৃতসরের ডিএসপি (আইন-শৃঙ্খলা) (DCP Law & Order) পারমিন্দার সিং ভান্ডাল (Parminder Singh Bhandal) বলেন, "আমাদের লক্ষ্য হল স্বর্ণ মন্দিরের দিকে যাওয়া কোনও রাস্তায় যেন বাধার সৃষ্টি না হয় তা সুনিশ্চিত করা। পাশাপাশি ওই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।" আরও পড়ুন: Viral Video: আবার অটোর দাদাগিরি, চালকের হাতে ‘প্রহৃত’ যাত্রী (দেখুন ভিডিও)